কলকাতা: সিবিআই বিরোধিতা করলেও সন্দেশখালিকাণ্ডে শেখ শাহজাহান-ঘনিষ্ঠ ফারুক আকুঞ্জিকে শর্তসাপেক্ষ জামিনে মুক্তি দিল নিম্ন আদালত। শর্তসাপেক্ষ জামিনে এই প্রথম জেলমুক্তি হচ্ছে সন্দেশখালিকাণ্ডে কোনও অভিযুক্তের। ৫ হাজার টাকার ব্যক্তিগত বন্ডে জামিন মঞ্জুর করলেও একগুচ্ছ শর্ত বেঁধে দিয়েছে বসিরহাট আদালত। জামিনে মুক্তি পেলেও আদালতের শর্ত, সন্দেশখালি এলাকায় ঢুকতে পারবে না ফারুক আকুঞ্জি। সপ্তাহে দু’দিন করে সিবিআইয়ের দফতরে হাজিরা দিতে হবে। ফারুক আকুঞ্জি কোথায় থাকছে, সেই ঠিকানাও সিবিআইকে জানাতে হবে বলে নির্দেশ আদালতের।
উল্লেখ্য, গত ৫ জানুয়ারি রেশন দুর্নীতির তদন্তে সন্দেশখালির শেখ শাহজাহানের বাড়িতে গিয়ে আক্রান্ত হয়েছিলেন ইডির অফিসাররা। একদল উন্মত্ত জনতা তেড়ে গিয়েছিল কেন্দ্রীয় এজেন্সির অফিসারদের দিকে। মাথা ফেটেছিল ইডির অফিসারদের। রক্ত ঝরেছিল। সেই হামলার ঘটনায় ইডির অভিযোগের ভিত্তিতে ন্যাজাট থানায় মামলা রুজু হয়েছিল। পাশাপাশি পুলিশও একটি স্বতঃপ্রণোদিত মামলা রুজু করেছিল। পরবর্তীতে কলকাতা হাইকোর্টের নির্দেশে মামলার তদন্তভার যায় সিবিআইয়ের হাতে।
গত ২৭ মে বসিরহাট আদালতে চার্জশিট জমা দিয়েছিল সিবিআই। চার্জশিটে অভিযুক্তের তালিকায় শেখ শাহাজাহান ছাড়াও ছিল আরও ছয় জনের নাম- শেখ আলমগির, দিদার বক্স মোল্লা, মহম্মদ সিরাজুল, জিয়াউদ্দিন মোল্লা, ফারুক আকুঞ্জি ও সিরাজউদ্দিন।
শনিবার ফারুক আকুঞ্জির আইনজীবী তাঁর মক্কেলের জামিনের জন্য আবেদন জানান বসিরহাট আদালতে। কিন্তু সেই আর্জির বিরোধিতা করেন সিবিআইয়ের আইনজীবী। সিবিআই আইনজীবীর আপত্তি জানালেও, শেষ পর্যন্ত দু পক্ষের সওয়াল-জবাব শেষে ফারুক আকুঞ্জিকে শর্তসাপেক্ষে জামিন দেন বিচারক।