Kalbaisakhi: চোখ পাকিয়ে ধেয়ে আসছে কালবৈশাখী, ৭ জেলার জন্য বড় আপডেট দিল হাওয়া অফিস
Kalbaisakhi: শনিবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা বেশি থাকছে। রাতের দিকে কোথাও কোথাও শিলা বৃষ্টিও হতে পারে। বৃহস্পতিবার কালবৈশাখীর সতর্কতা থাকছে ৬ জেলায়। ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে কিছু কিছু জেলায়।

কলকাতা: ধেয়ে আসছে কালবৈশাখী। মৎসজীবীদের আলাদা করে সতর্ক করল আলিপুর আবহাওয়া দফতর। হাওয়া অফিস বলছে, ২০ ও ২১ মার্চ বাংলার উপকূলের সমুদ্রে ৬০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো বাতাস বইতে পারে। উত্তাল থাকবে সমুদ্র। সে কারণেই এই দু’দিন মৎসজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হচ্ছে। আবহাওয়া দফতর বলছে, বৃষ্টির জেরে আগামী ৩ দিনে দক্ষিণবঙ্গের আবহাওয়া ৬ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যেতে পারে। তবে আগামী ২৪ ঘণ্টায় উত্তরবঙ্গের তাপমাত্রায় বিশেষ কোনও পরিবর্তন হবে না। তবে ২৪ ঘণ্টা পর থেকে ৩ দিনে ৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পারাপতন দেখা যেতে পারে।
শনিবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা বেশি থাকছে। রাতের দিকে কোথাও কোথাও শিলা বৃষ্টিও হতে পারে। বৃহস্পতিবার কালবৈশাখীর সতর্কতা থাকছে ৬ জেলায়। ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে কিছু কিছু জেলায়। বেশি বৃষ্টির আশঙ্কা থাকছে বাঁকুড়া, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, হুগলি, পূর্ব বর্ধমানে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাকি সব জেলাতেই দমকা ঝড়ের দেখা মিলতে পারে। ঝোড়ো হাওয়ার গতিবেগ থাকতে পারে প্রতি ঘণ্টায় প্রায় ৪০ থেকে ৫০ কিলোমিটার।
শুক্রবার কালবৈশাখীর সতর্কতা থাকছে ৭ জেলায়। তালিকায় রয়েছে বাঁকুড়া, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমানের মতো জেলা। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বাকি সব জেলাতে দমকা ঝড়ের সঙ্গে মাঝারি বৃষ্টির সতর্কতা থাকছে। উত্তরবঙ্গের সব জেলাতেই ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাসের সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস থাকছে।





