Abhishek Banerjee: ‘অধিনায়ক অভিষেক’, দক্ষিণ কলকাতায় ছেয়ে গেল পতাকা! নয়া ফর্মে ‘সেকেন্ড-ইন-কমান্ড’

সুমন মহাপাত্র | Edited By: Avra Chattopadhyay

Mar 21, 2025 | 12:09 PM

Abhishek Banerjee: মাস কয়েক আগে তৃণমূলের দুই হাইকমান্ডের 'বিড়ম্বনা' নিয়ে দলের মধ্য়ে তৈরি হয়েছিল জল্পনা। সংগঠনের মূল ধারা থেকে অভিষেক দূরত্ব তৈরি করলে দলের অন্দরে দুই নেতৃত্বের সম্পর্কের রসায়ন নিয়ে নানা জল্পনা-কল্পনা তৈরি করতে শুরু করে একাংশ।

Abhishek Banerjee: অধিনায়ক অভিষেক, দক্ষিণ কলকাতায় ছেয়ে গেল পতাকা! নয়া ফর্মে সেকেন্ড-ইন-কমান্ড
অধিনায়ক অভিষেকে পতাকা
Image Credit source: ফাইল চিত্র

Follow Us

কলকাতা: দোড়গোড়ায় এসে দাঁড়িয়েছে ছাব্বিশের নির্বাচন। হাতে আর একটা বছরও নেই বললেই চলে। সেই ‘মহাযুদ্ধের’ আগে আবার নতুন রূপে ময়দানে নেমে পড়লেন তৃণমূলের সেকেন্ড-ইন-কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। আগামী ২৩ মার্চ ভোটের রণকৌশল ঠিক করতে বৈঠকে বসছে তৃণমূলের সোশ্য়াল মিডিয়া সৈনিকরা। আর তার আগেই দক্ষিণ কলকাতা জুড়ে পড়ে গেল সারি সারি পোস্টার ও পতাকা। আর তাতেই নতুন ফর্মে দেখা গেল তৃণমূলের সেকেন্ড-ইন-কমান্ডকে।

জানা গিয়েছে, রবিবার ছাব্বিশের ভোটের জন্য তৃণমূলের সোশ্যাল মিডিয়া রণকৌশল তৈরিতে গাঙ্গুলিবাগান এলাকায় হবে এই বৈঠক। আর তার আগেই পোস্টার ও পতাকায় ছেয়ে গেল গোটা দক্ষিণ কলকাতা। পতাকায় ফুটে উঠল ‘অধিনায়ক অভিষেক’।

এই প্রসঙ্গে তৃণমূলের আইটি সেলের প্রধান দেবাংশু ভট্টাচার্য জানাচ্ছেন, ‘সোশ্যাল মিডিয়ায় তৃণমূলের যতগুলি সমর্থক গ্রুপ রয়েছে তার মধ্যে অন্যতম ফ্যাম। অধিনায়ক অভিষেক ওদেরই সংগঠনেরই একটি শাখা। তাই এই পতাকা।’

উল্লেখ্য, মাস কয়েক আগে তৃণমূলের দুই হাইকমান্ডের ‘বিড়ম্বনা’ নিয়ে দলের মধ্য়ে তৈরি হয়েছিল জল্পনা। সংগঠনের মূল ধারা থেকে অভিষেক দূরত্ব তৈরি করলে দলের অন্দরে দুই নেতৃত্বের সম্পর্কের রসায়ন নিয়ে নানা জল্পনা-কল্পনা তৈরি করতে শুরু করে একাংশ। কিন্তু সেই জল্পনাকেই রীতিমতো ফুৎকার দিয়ে ইঙ্গিতে মেগা বৈঠক থেকে উড়িয়ে দেন মমতা। দুই মাথার মধ্যে সম্পর্কে যে কোনও টানাপোড়েন নেই, সেই বিষয়টা ভাল করেই বুঝিয়ে দিয়েছিলেন তিনি।

আর তারপর থেকেই পুনরায় ময়দানে নেমে পড়তে দেখা গিয়েছে অভিষেককে। সামনেই নির্বাচন। তাই আরও ‘কর্পোরেট’ আকারে ভোটের ময়দানে আসর বেঁধেছে তৃণমূল। এমনকি, হাজার বিতর্কের পরেও আগামী নির্বাচনেও তাদের কৌশলী যে আইপ্য়াক হতে চলেছে তাও স্পষ্ট করেছে তারা। একাংশের দাবি, ভোটের এই সব কৌশলই তৈরি করছেন অভিষেকই। দলে যে তিনি অধিনায়ক তা বুঝিয়ে দিচ্ছেন ভালয়-ভালয়।

প্রসঙ্গত, মমতার পর দলে অভিষেকই সেকেন্ড-ইন-কমান্ড, তা সম্প্রতি একটি বৈঠক থেকে ইঙ্গিতে স্বীকার করেছেন তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সীও। অভিষেককে ‘আমাদের সম্বোধন’ করতে দেখা যায় তাঁকে। এমনকি, গতকাল বিদেশ যাওয়ার আগে তৃণমূল সুপ্রিমোও কার্যত পরিষ্কার করে দিয়েছেন, তাঁর অনুপস্থিতিতে কার হাতে থাকবে দলের রাশ। বিদেশ সফরকালীন সময়ে দলের কাজকর্ম যে ‘যৌথ নেতৃত্ব’ অর্থাৎ সুব্রত-অভিষেকের মিশেল দেখতে চলেছে তা স্পষ্ট করেছেন মমতা।