Kolkata Airport: প্রতিকূল পরিস্থিতি, সোমবার রাতে কলকাতায় নামতে পারল না একাধিক বিমান
Kolkata Airport: এয়ার ট্রাফিক কন্ট্রোল থেকে পাওয়া খবর অনুযায়ী, সোমবার রাত ৯টা ৫৮ মিনিট থেকে রাত ১০টা ১৫ মিনিট পর্যন্ত প্রতিকূল পরিস্থিতি তৈরি হয়।

কলকাতা: ভারত-পাক অশান্তির পরিস্থিতিতে গত কয়েকদিন ধরে দেশের একাধিক বিমানবন্দর বন্ধ রাখা হয়েছিল। বাতিল করা হয়েছিল একগুচ্ছ বিমান। তবে শনিবার যুদ্ধবিরতি ঘোষণা হওয়ার পর রবিবার থেকে পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে। সোমবার দেশের ৩২টি বিমানবন্দরের দরজা খুলে দেওয়া হয়েছে। তবে সোমবার রাতে আবহাওয়ার কারণে কলকাতা বিমানবন্দরে নামতে পারল না একাধিক বিমান।
সোমবার রাত ১০টার পর কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় ঝড়ো হাওয়া বইতে শুরু করে, শুরু হয় প্রবল বৃষ্টি। আর এই প্রতিকূল আবহাওয়ার কারণেই কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করতে পারেনি পাঁচটি বিমান। সবকটি বিমানকে গো অ্যারাউন্ড করে দেওয়া হয়, অর্থাৎ যেখান থেকে এসেছিল, সেখানেই ফিরে যাওয়ার নির্দেশ দেওয়া হয় বিমানগুলিকে।
এয়ার ট্রাফিক কন্ট্রোল থেকে পাওয়া খবর অনুযায়ী, সোমবার রাত ৯টা ৫৮ মিনিট থেকে রাত ১০টা ১৫ মিনিট পর্যন্ত বাতাসের গতিবেগ ছিল ১০ নট থেকে ২৫ নট, অর্থাৎ সর্বোচ্চ গতিবেগ ছিল ঘণ্টায় প্রায় ৪৬ কিলোমিটার। সেই কারণে কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দরে একাধিক বিমান ওঠা-নামার ক্ষেত্রে সমস্যার মুখে পড়ে। গুয়াহাটি, সিঙ্গাপুর, কুয়ালামপুর, রাঁচি, জয়পুর, বেঙ্গালুরু থেকে কলকাতামুখী সবকটি বিমান মাঝ আকাশে চক্কর কাটে সোমবার রাতে।
এদিকে, গত ৭ মে থেকে যে বিমানবন্দরগুলি বন্ধ রাখা হয়েছিল, সেগুলির পরিষেবা স্বাভাবিক হয় সোমরাত সকাল সাড়ে ১০টায়। সেই বিমানবন্দরগুলির মধ্যে রয়েছে লেহ, শ্রীনগর, জম্মু, যোধপুর, লুধিয়ানা, সিমলা ইত্যাদি।





