কলকাতা: বগটুইয়ের পর রাজ্যে দ্বিতীয়বার কোনও মামলায় অভিযুক্তর ‘ফরেনসিক সাইকোলজিক্যাল এসেসমেন্ট’ পরীক্ষা করতে চলেছে সিবিআই। তিলোত্তমা হত্যা মামলায় ধৃতের এই পরীক্ষা করা হবে বলে জানা যাচ্ছে। জেরা চলার মাঝেই এই পরীক্ষা করা হবে বলে সূত্রের খবর। জটিল মনস্তাত্ত্বিক পরিস্থিতি যাচাই করতে এই পরীক্ষার ব্যবস্থা বলে মত ওয়াকিবহাল মহলের।
সিবিআই সূত্রে খবর, এই নৃশংস ঘটনার পরেও ধৃতের মধ্যে কোনও অনুশোচনা নেই। কোন পরিস্থিতিতে এরকম মানসিক অবস্থা তৈরি হয় সেটা যাচাই করা হবে পরীক্ষার মাধ্যমে। পাশাপাশি জেরায় দেওয়া তথ্য সত্যি কিনা তাও যাচাই করা যাবে। এই পরীক্ষার রিপোর্ট আদলত গ্রাহ্য। ফলে বিচারেও সুবিধা হবে বলে মনে করছেন তদন্তকারীরা। এর আগে বগটুই মামলায় ৯ অভিযুক্তর ক্ষেত্রে এই পরীক্ষা করা হয়েছিল।
প্রসঙ্গত, কলকাতা হাইকোর্টের নির্দেশে ইতিমধ্যেই তিলোত্তমা ধর্ষণ-খুনের তদন্তভার চলে গিয়েছে সিবিআইয়ের কাছে। চলছে তদন্ত। বহু লোকজনকেই ইতিমধ্যে ডেকে পাঠানো হয়েছে সিজিওতে। ডাক পড়েছে আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের। এদিকে তদন্তভার হাতে নেওয়ার পরেই ধৃতকে নিজেদেরে হেফাজতে নেয় সিবিআই। চলে জিজ্ঞাসাবাদ। উঠে এসেছে নানা তথ্য। এবার ‘ফরেনসিক সাইকোলজিক্যাল এসেসমেন্ট’ পরীক্ষার হাত ধরে নতুন কী তথ্য উঠে আসে সে দিকে নজর রয়েছে সব পক্ষের।