AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Asaduzzaman Khan Kamal: ‘দেশে ফিরে যাবই’, ফাঁসির সাজা পেয়েও অকুতোভয় হাসিনার ডান হাত

Former Bangladesh home minister Asaduzzaman Khan Kamal: একাত্তরে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে বাংলাদেশকে সহযোগিতা করেছিল ভারত। সেকথা স্মরণ করে আসাদুজ্জামান বলেন, "আমি একজন মুক্তিযোদ্ধা। আমি যুদ্ধ করেছি। বেঁচে থাকতে ভারতের সহযোগিতা ভুলব না।" বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে ভারতের সাহায্য চেয়ে তিনি আবেদন করেন, "ভারত একটি শক্তিশালী দেশ। বাংলাদেশ যখনই বিপদে পড়েছে, ভারত পাশে এসে দাঁড়িয়েছে। আমরা চাইছি, ভারতও যেন কূটনৈতিকস্তরে আওয়াজ তোলে যে, যা কিছু হচ্ছে অন্যায় হচ্ছে।"

Asaduzzaman Khan Kamal: 'দেশে ফিরে যাবই', ফাঁসির সাজা পেয়েও অকুতোভয় হাসিনার ডান হাত
TV9 বাংলাকে এক্সক্লুসিভ সাক্ষাৎকারে কী বললেন বাংলাদেশের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল?Image Credit: TV9 Bangla
| Updated on: Nov 19, 2025 | 2:19 PM
Share

কলকাতা: সংরক্ষণ বিরোধী আন্দোলন থেকে শেখ হাসিনা সরকারের পতন। অন্তর্বর্তী সরকার গঠনের পর হামলা, লুঠপাট। গত প্রায় দেড় বছর ধরে উত্তপ্ত বাংলাদেশ। এবার আগুনে ঘি ঢেলেছে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়। বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ফাঁসির সাজা দেওয়া হয়েছে। ফাঁসির সাজার রায়ের পর টিভি৯ বাংলাকে এক্সক্লুসিভ সাক্ষাৎকার দিলেন ফাঁসির সাজাপ্রাপ্ত আসাদুজ্জামান খান কামাল। এই মুহূর্তে আত্মগোপন করে রয়েছেন তিনি। ভার্চুয়াল সাক্ষাৎকারে একের পর পর বিস্ফোরক মন্তব্য করলেন। গত বছরের জুলাইয়ে ছাত্র আন্দোলনের পেছনে কাদের মদত ছিল, পাকিস্তান কীভাবে বাংলাদেশে প্রভাব খাটাচ্ছে, এক্সক্লুসিভ সাক্ষাৎকারে সব তুলে ধরলেন বাংলাদেশের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী।

ফাঁসির সাজার রায় শুনে কী মনে হয়েছিল?

প্রশ্ন শুনেই হাসিনা সরকারের আমলে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর জবাব, “এটা যে রায় দেবে আমরা জানতাম। কাজেই এর প্রতিক্রিয়া কী হবে, বাংলাদেশের মানুষ জানে। বাংলাদেশের মানুষ এই রায় কখনই মেনে নেবেন না। আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর কন্যা। তিনি দেশটাকে কোথায় নিয়ে গিয়েছিলেন। বদলে দিয়েছিলেন বাংলাদেশকে। বঙ্গবন্ধুর নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছিল। আর তাঁর কন্যা শেখ হাসিনা নেতৃত্বে বাংলাদেশ একটা সুন্দর দেশে পরিণত হয়েছিল। তাঁকেও আজকে ফাঁসির সাজা শোনানো হচ্ছে।”

“শেখ হাসিনাকে খুনের চেষ্টা হয়েছিল”-

গত বছরের ৫ অগস্ট বাংলাদেশের প্রধানমন্ত্রী পদে ইস্তফা দেন হাসিনা। তারপর বাংলাদেশ ছাড়েন। বাংলাদেশের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান দাবি করলেন, হাসিনাকে একাধিকবার খুনের চেষ্টা করা হয়েছে। এক্সক্লুসিভ সাক্ষাৎকারে তিনি বলেন, “শেখ হাসিনাকে ১৯ বার হত্যার চেষ্টা করা হয়েছে। আওয়ামী লীগের পার্টি অফিসের সামনে বোমা, গ্রেনেড ছুড়ে তাঁকে হত্যার চেষ্টা করা হয়েছিল। তবে এই ১৯ বার চেষ্টা ব্যর্থ হয়েছে।”

“পাকিস্তান জড়িত”-

গত বছর জুলাইয়ে কোটা সংস্কার আন্দোলনে রাস্তায় নেমেছিলেন ছাত্র-যুবরা। সেই আন্দোলনের পিছনে পাকিস্তানের মদতের কথা বললেন আসাদুজ্জামান। বলেন, “অবশ্যই অনেকে ছিল। বাকিরা কে ছিল, সেটা এখনই বলতে পারছি না। তবে পাকিস্তানকে আমরা দেখেছি। বাংলাদেশে অন্তর্বর্তী সরকার গঠনের পর পাকিস্তান বলেছিল, তারা একাত্তরের প্রতিশোধ নিয়েছে। এখন যদি দেখেন, বাংলাদেশের সমস্ত সিদ্ধান্ত পাকিস্তানের সেনার আধিকারিকরা দিচ্ছেন। পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই দিচ্ছে। আর আমরা যেসব জঙ্গিদের আটক করে রেখেছিলাম, তাদের ছাড়িয়ে নিয়েছে। সংগঠনগুলি শক্তিশালী করার কাজ শুরু করেছে।”

“ভারতের সহযোগিতা ভুলব না”-

একাত্তরে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে বাংলাদেশকে সহযোগিতা করেছিল ভারত। সেকথা স্মরণ করে আসাদুজ্জামান বলেন, “আমি একজন মুক্তিযোদ্ধা। আমি যুদ্ধ করেছি। বেঁচে থাকতে ভারতের সহযোগিতা ভুলব না।” বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে ভারতের সাহায্য চেয়ে তিনি আবেদন করেন, “ভারত একটি শক্তিশালী দেশ। বাংলাদেশ যখনই বিপদে পড়েছে, ভারত পাশে এসে দাঁড়িয়েছে। আমরা চাইছি, ভারতও যেন কূটনৈতিকস্তরে আওয়াজ তোলে যে, যা কিছু হচ্ছে অন্যায় হচ্ছে। একটা গণতান্ত্রিক সরকারকে উৎখাত করে জঙ্গি সরকার প্রতিষ্ঠিত হতে চলেছে, এটা যেন না হয়।”

বাংলাদেশে আন্দোলন যে পরিকল্পিত ছিল, সেকথা ফের বলেন আসাদুজ্জামান। তিনি বলেন, “মহম্মদ ইউনূস নিজেই আমেরিকায় বলে এসেছেন, একটা দীর্ঘদিনের পরিকল্পনা ছিল। এবং সেই পরিকল্পনা সফল হয়েছে। পাকিস্তানের মতো যারা সামনে এসেছে, তাদের কথা আমি বললাম। যারা এখনও সামনে আসেনি, তাদের কথা নাই বা বললাম।”

শুনে নিন কী বলছেন বাংলাদেশের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী-

“অবশ্যই দেশে ফিরে যাব”-

গত বছর থেকে আত্মগোপন করে রয়েছেন তিনি। কিন্তু, দেশে যে মন পড়ে রয়েছে, তা বলে দিলেন আসাদুজ্জামান। বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাঁকে ফাঁসির সাজা দিলেও তা নিয়ে ভাবতে চান না তিনি। দেশে ফিরবেনই বলে জানিয়ে দিলেন। এক্সক্লুসিভ সাক্ষাৎকারের শেষে জোর গলায় বললেন, “আমাদের দেশের লোক জেগে উঠেছে। আমরা আবার অবশ্যই দেশে ফিরে যাব।”