CPIM Brigade: ‘প্রতিবছর TV-তে নজর থাকত’, বুদ্ধহীন প্রথম ব্রিগেড, ‘নস্টালজিয়ায়’ ভাসলেন মীরা
CPIM Brigade: ২০১৯ সালে শেষবার ব্রিগেডের ময়দানে গিয়েছিলেন তিনি। তারপর অসুস্থতার কারণে যেতে পারতেন না। কিন্তু প্রাক্তন মুখ্যমন্ত্রীর বক্তব্য শোনার জন্য মুখিয়ে থাকেন দলের লোকজন। সেই কারণে, আগেই বাম নেতারা গিয়ে বুদ্ধবাবুর অডিয়ো বার্তা নিয়ে আসতেন।

কলকাতা: তিনি নেই। তাঁকে ছাড়া প্রথম ব্রিগেড। নিঝুম হয়ে রয়েছে প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের পাম অ্যাভিনিউর বাড়ি। প্রতিবারের মতো এবারও বামেদের ব্রিগেড সমাবেশ হচ্ছে। তবে কিছুটা আলাদা। কারণ, বাম-কর্মী সমর্থকরা মিস করছেন বুদ্ধবাবুকে। গত বছরের অগাস্টে তাঁর প্রয়াণের পর এইবার তিনি ছাড়াই ব্রিগেড হচ্ছে বামেদের।
২০১৯ সালে শেষবার ব্রিগেডের ময়দানে গিয়েছিলেন তিনি। তারপর অসুস্থতার কারণে যেতে পারতেন না। কিন্তু প্রাক্তন মুখ্যমন্ত্রীর বক্তব্য শোনার জন্য মুখিয়ে থাকেন দলের লোকজন। সেই কারণে, আগেই বাম নেতারা গিয়ে বুদ্ধবাবুর অডিয়ো বার্তা নিয়ে আসতেন। সেই বার্তাই চালানো হত ময়দানে। সকাল থেকেই নজর রাখতেন ব্রিগেডে কী হচ্ছে সেইদিকে। প্রতিটি খুঁটিনাটি বিষয়ে নজর রাখতেন। এবার আর তিনি নেই। পড়ে আছে শুধুই স্মৃতি।
বুদ্ধজায়া মীরা ভট্টাচার্য বলেন, “একবছর হতে চলল বুদ্ধবাবু নেই। কিন্তু এখনও মানুষ ওঁকে মনে রেখেছেন।” এ দিন কিছু পুরনো কথা টিভি৯ বাংলায় ‘শেয়ার’ করে নেন মীরা। বলেন, “আগে যেদিন ব্রিগেডের সময় নির্ধারিত হত, তার আগে শুধু সকালের খাবার খেতেন। দুপুরের খাবার বাড়িতে খেতেন না। পৌঁছে যেতেন আগে ভাগেই।” একই সঙ্গে এও বলেন, “যখন বামপন্থী সরকার ছিল তখন এভাবে ধর্মের বিভাজান আসেনি। ধর্ম নিয়ে রাজনীতি কখনই হয়নি।”

