Sourav Ganguly: ‘প্রথম থেকে প্রথমে’, নক্ষত্র সম্মানে সম্মানিত সৌরভ গঙ্গোপাধ্যায়
Sourav Ganguly: ২০০০ সালে ভারতীয় ক্রিকেট দলের নেতৃত্ব দেওয়ার ভার এল তাঁর কাঁধে। নানা সমস্যায় ভারতীয় ক্রিকেট তখন জর্জরিত। ম্যাচ গড়াপেটায় নাম জড়িয়েছে একাধিক ভারতীয় ক্রিকেটারের। সেখান থেকে ভারতীয় ক্রিকেটকে নতুন উচ্চতায় নিয়ে যান সৌরভ গঙ্গোপাধ্যায়।

কলকাতা: হার না মানা মানসিকতা। খাদের কিনারা থেকে ঘুরে দাঁড়ানো। সবাই যখন প্রায় হাল ছেড়ে দিয়েছেন, তখন ‘কামব্যাকে’ দৃঢ়প্রতিজ্ঞ। তাঁর সম্পর্কে বলতে গিয়ে বাঙালিরা এইসব বিশেষণ বসান। তাঁর নেতৃত্ব গুণেও মুগ্ধ সবাই। টিভি৯ বাংলার নক্ষত্র সম্মান অনুষ্ঠানে সম্মানিত করা হল বাঙালির সেই ‘দাদা’ সৌরভ গঙ্গোপাধ্যায়কে। তাঁর হাতে তুলে দেওয়া হল ‘প্রথম থেকে প্রথমে’ সম্মান।
১৯৯৬ সালে লর্ডসে প্রথম টেস্টেই সেঞ্চুরি করে তাঁর আগমনবার্তা ক্রিকেটবিশ্বে পৌঁছে দিয়েছিলেন সৌরভ। তবে আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর আর্বিভাব ঘটেছিল আরও চার বছর আগে। ১৯৯২ সালে। একদিনের ক্রিকেটে। কিন্তু, বেশি সুযোগ পাননি। চার বছর পর টেস্ট অভিষেকেই তিনি বুঝিয়ে দেন, ক্রিকেটবিশ্বে সৌরভ ছড়াতে এসেছেন তিনি।
চার বছর পর ভারতীয় ক্রিকেট দলের নেতৃত্ব দেওয়ার ভার এল তাঁর কাঁধে। নানা সমস্যায় ভারতীয় ক্রিকেট তখন জর্জরিত। ম্যাচ গড়াপেটায় নাম জড়িয়েছে একাধিক ভারতীয় ক্রিকেটারের। সেখান থেকে ভারতীয় ক্রিকেটকে নতুন উচ্চতায় নিয়ে গেলেন তিনি। তারপর একসময় বাদ পড়লেন দল থেকে। কামব্যাক করলেন মহারাজের মতো। তাঁর সেই লড়াই থেকে অনুপ্রেরণা পান বহু মানুষ। কখনও হাল ছাড়তে নেই, বুঝিয়ে দিয়েছেন তিনি।
এই খবরটিও পড়ুন




বাংলা তথা ভারতের ‘নক্ষত্র’ সৌরভকে সম্মান জানাল টিভি৯ বাংলা। এবছর নক্ষত্র সম্মানের দ্বিতীয় সংস্করণ। নক্ষত্র সম্মানের ‘প্রথম থেকে প্রথমে’ পুরস্কার তুলে দেওয়া হল সৌরভের হাতে। টিভি৯ নেটওয়ার্কের এমডি ও সিইও বরুণ দাস, টিভি৯ বাংলার ম্যানেজিং এডিটর ও বিজনেস হেড অমৃতাংশু ভট্টাচার্য ও রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস সৌরভের হাতে পুরস্কার তুলে দেন।

‘প্রথম থেকে প্রথমে’ সম্মানে সম্মানিত করা হল সৌরভ গঙ্গোপাধ্যায়কে
নক্ষত্র সম্মানে সম্মানিত হওয়ার পর টিভি৯ বাংলাকে ধন্যবাদ জানিয়ে সৌরভ বলেন, “এই নক্ষত্র সম্মান দেওয়ার জন্য টিভি৯-কে অনেক ধন্যবাদ। বাংলার হয়ে দেশে ও বিদেশে যাঁরা বাংলার নাম, মান এগিয়ে নিয়ে গিয়েছেন, তাঁদের জন্য এই নক্ষত্র সম্মান। বহু গুণী মানুষের সঙ্গে আমাকে আমন্ত্রণ জানানোয় আমি গর্বিত। কোনও জিনিস চিরস্থায়ী নয়। ক্রিকেট, ফুটবল, পড়াশোনা, রাজনীতি, অভিনয়-কোনও কিছুই চিরস্থায়ী নয়। কোনও কিছু মানুষের সঙ্গে সারাজীবন থাকে না। কিন্তু, মানুষের জীবনের একটা সময় থাকে, যখন কর্মক্ষেত্রের মাধ্যমে নিজের নাম, রাজ্যের নাম, দেশের নাম উজ্জ্বল করে তোলে। এই প্ল্যাটফর্ম তাঁদের সেই সাফল্যকে স্বীকৃতি দেওয়ার।” বক্তব্যের শেষে তিনি বলেন, “বাংলা থেকে আরও সাকসেসফুল মানুষ দেখব। দেখেও ভাল লাগবে।”
ভারতীয় ক্রিকেটে সৌরভ গঙ্গোপাধ্যায়ের অবদানের উল্লেখ করে টিভি৯ নেটওয়ার্কের এমডি ও সিইও বরুণ দাস বলেন, “ভারতীয় ক্রিকেট টিমকে সৌরভ গঙ্গোপাধ্যায় কোথায় পৌঁছে দিয়েছেন, সেটা আমরা জানি। সেখান থেকে আর ফিরে তাকাতে হয়নি। সৌরভ যদি ফুটবল খেলতেন, তাহলে হয়ত আমরাও বিশ্বকাপ খেলার স্বপ্ন দেখতাম। তবে কীভাবে নেতৃত্ব দিতে হয়, তা শুধু ক্রিকেট-বিশ্বকে নয়, গোটা বিশ্বকে শিখিয়েছেন সৌরভ।”





