Actor MP Dev: ED অফিসের ভিতরে কী হল? হাসিমুখে দেব শুধু বললেন, ‘দে আর ভেরি সুইট’

Dev Adhikari: কগাল হাসি নিয়ে তিনি জানালেন, "আমার কোনও ভয় আগেও ছিল না। এখনও নেই। যাঁরা সৎ হয় তাঁদের ভয় থাকে না।" দীর্ঘ আট ঘণ্টার জিজ্ঞাসাবাদ প্রসঙ্গে বলতে গিয়ে কার্যত হেসে লুটোপুটি খেলেন তিনি। বললেন, "আপনাদের কাছে মনে হচ্ছে আট ঘণ্টা অনেক জেরা হয়েছে।

Actor MP Dev: ED অফিসের ভিতরে কী হল? হাসিমুখে দেব শুধু বললেন, দে আর ভেরি সুইট
দেব Image Credit source: Tv9 Bangla

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Feb 22, 2024 | 7:49 AM

কলকাতা: টানা আট ঘণ্টার ম্যারাথন জিজ্ঞাসাবাদ শেষে দিল্লির ইডি-র অফিস থেকে বের হয়েছেন ঘাটালের তৃণমূলের সাংসদ দীপক অধিকারী ওরফে দেব। গতকাল হাসিমুখেই বেরতে দেখা গিয়েছে দেবকে। এমনকী ইডি অফিসারদের প্রশংসাও করেছেন অভিনেতা। সঙ্গে এও জানিয়েছেন, যতবার তাঁকে ডাকা হবে তদন্তে সহযোগিতা করতে ততবার তিনি আসবেন।

এ দিন দিল্লি থেকে কলকাতা বিমান বন্দরে নেমে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন দেব। একগাল হাসি নিয়ে তিনি জানালেন, “আমার কোনও ভয় আগেও ছিল না। এখনও নেই। যাঁরা সৎ হয় তাঁদের ভয় থাকে না।” দীর্ঘ আট ঘণ্টার জিজ্ঞাসাবাদ প্রসঙ্গে বলতে গিয়ে কার্যত হেসে লুটোপুটি খেলেন তিনি। বললেন, “আপনাদের কাছে মনে হচ্ছে আট ঘণ্টা অনেক জেরা হয়েছে। তবে দে আর ভেরি সুইট। দিল্লিতে এটা আমার দ্বিতীয়বার, ওরা খুব ভদ্রভাবে ব্যবহার করেন, তোমরা যেভাবে দেখাও একেবারেই সেরকম নয়। আট ঘণ্টা ধরে মোটেই জিজ্ঞাসাবাদ চলে না।” একই সঙ্গে তিনি এটাও বলেছেন, “এনামূলকে নিয়ে আমায় কোনও প্রশ্ন করা হয়নি। তবে কী কারণে ডাকা হচ্ছে সেটা আমার জানা নেই। আমি শুধু আমার দায়িত্ব পালন করছি।”

উল্লেখ্য, বুধবার দিল্লিতে ইডির অফিসে ডেকে পাঠানো হয়েছিল দেবকে। সূত্রের খবর, আর্থিক তছরূপ সংক্রান্ত এক মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ডাক পড়েছিল ঘাটালের সাংসদের। সেই মতো একদম নির্ধারিত সময়ে সকাল এগারোটা নাগাদ দিল্লির ইডি অফিস প্রবর্তন ভবনে পৌঁছে যান তৃণমূল নেতা। উল্লেখ্য, এর আগেও একবার দেবকে ডাকা হয়েছিল কলকাতায় সিবিআই অফিসে। গরু পাচার মামলায় গ্রেফতার এনামুল হকের সঙ্গে তাঁর যোগের অভিযোগ উঠেছিল। যদিও দেব তখন সেই অভিযোগ উড়িয়ে দিয়েছিলেন।