AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Gold Business: পাকিস্তানের সঙ্গে হাত মেলানো? ‘অপারেশন সিঁদুর’ শুরু করে দিলেন বাংলার স্বর্ণ ব্যবসায়ীরা

Gold Business: ভারতবর্ষের জুয়েলারি শিল্পে তুরস্কের সোনার গয়নার বাজার চলছিল রমরমিয়ে। ওয়ারিবহাল মহলের মতে, অবশ্য তুরস্ক থেকে আমদানির তুলনার রফতানির পরিমাণই বেশি। তুরস্কের গয়না বেশি নজর কাড়ে তার ডিজাইনেই। ওজনও অনেকটা হালকা। তাই গ্রাহকদের বেশি আকৃষ্ট করে। এবার বাংলার স্বর্ণ কারিগররাই তুরস্কের গয়নার ডিজাইন-নকসায় নিজেরই অলঙ্কার তৈরি করবেন।

Gold Business:  পাকিস্তানের সঙ্গে হাত মেলানো? 'অপারেশন সিঁদুর' শুরু করে দিলেন বাংলার স্বর্ণ ব্যবসায়ীরা
স্বর্ণ ব্যবসায়ী Image Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: May 22, 2025 | 2:40 PM
Share

কলকাতা: ভারত এবং পাকিস্তানের সংঘাতের আবহে তুরস্ক পাকিস্তানকে সমর্থন করে বলে অভিযোগ। তুরস্কের ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠার পরপরই গত ১৫ মে ভারতের বিমানবন্দরগুলিতে তুরস্কের সংস্থা সেলেবির কাজের অনুমতি বাতিল করে দেয় নয়াদিল্লি। এমনকি তুরস্ক থেকে আমদানিতেও হ্রাস টানার আর্জি উঠেছে বিভিন্ন মহলে। এবার তুরস্কের সোনার গয়নাও বর্জন করার পথে ভারত।  তুরস্কের ডিজাইন, সেই কারুকার্যেই বাংলার স্বর্ণশিল্পীরা এবার নিজেরাই তৈরি করবেন গয়না। আর যার নাম দেওয়া হবে ‘অপারেশন সিঁদুর’।

ভারতবর্ষের জুয়েলারি শিল্পে তুরস্কের সোনার গয়নার বাজার চলছিল রমরমিয়ে। ওয়ারিবহাল মহলের মতে, অবশ্য তুরস্ক থেকে আমদানির তুলনার রফতানির পরিমাণই বেশি। তুরস্কের গয়না বেশি নজর কাড়ে তার ডিজাইনেই। ওজনও অনেকটা হালকা। তাই গ্রাহকদের বেশি আকৃষ্ট করে। এবার বাংলার স্বর্ণ কারিগররাই তুরস্কের গয়নার ডিজাইন-নকসায় নিজেরই অলঙ্কার তৈরি করবেন।

তুরস্ক থেকে সোনার গয়না আসতো ভারতে। ভারতবর্ষের বিভিন্ন সোনা দোকানে তা বিক্রি হচ্ছিল।  ভারত পাকিস্তান যুদ্ধের  কলকাতার স্বর্ণ ব্যবসায়ীরাও তুরস্কের এই গয়না বয়কট করলেন।  তুরস্ক থেকে দুবাই, মুম্বাই-সহ বিভিন্ন জায়গায় পাঠানো হতো এই সোনার গয়না।

কলকাতার ‘স্বর্ণ শিল্প বাঁচাও সমিতি’র তরফে সমর দে বলেন, “আমাদের আর তুরস্কের গয়নার উপর নির্ভর করার কোনও প্রয়োজন নেই। আমাদের শিল্পীরাই তুরস্কের মতো ডিজাইনের গয়না তৈরি করতে পারছেন।” তাঁর মতে, তুরস্কের গয়না বয়কটের যে সিদ্ধান্ত নিয়েছে ভারত, তাতে আখেরে ক্ষতি হবে তুরস্কেরই।