DA in West Bengal: ভোট মিটতেই বড় সুখবর রাজ্য সরকারি কর্মীদের, DA নিয়ে জারি নোটিফিকেশন

Deeksha Bhuiyan | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Jun 11, 2024 | 4:49 PM

DA Hike- WB Govt: কেন্দ্রীয় হারে ডিএ দেওয়ার দাবিতে ধর্মতলায় মঞ্চ তৈরি করে মাসের পর মাস আন্দোলন করেছেন রাজ্য সরকারি কর্মীদের একাংশ। নবান্নে তাঁদের সঙ্গে আলোচনাও হয়েছে প্রশাসনের। তাঁদের সব দাবি পূরণ না হলেও পরপর দু'বার ডিএ বৃদ্ধির কথা ঘোষণা করেন মমতা বন্দ্যোপাধ্যায়।

DA in West Bengal: ভোট মিটতেই বড় সুখবর রাজ্য সরকারি কর্মীদের, DA নিয়ে জারি নোটিফিকেশন
মমতা বন্দ্যোপাধ্যায় (ফাইল ছবি)
Image Credit source: Facebook

Follow Us

কলকাতা: ডিএ তথা মহার্ঘ ভাতা বৃদ্ধির দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলেন হয়েছে রাজ্যে। এবার লোকসভা ভোট মিটতেই সেই ডিএ তথা মহার্ঘ ভাতা নিয়ে জারি হল নোটিফিকেশন। ৪ শতাংশ ডিএ বৃদ্ধির ঘোষণা করা হয়েছিল আগেই। এবার কার্যকর হতে চলেছে সরকারের সেই সিদ্ধান্ত। গত এপ্রিল মাস থেকেই লাগু হবে বর্ধিত ডিএ।

১ মে থেকে কার্যকর হওয়ার কথা ছিল বর্ধিত ডিএ। কিন্তু জামাইষষ্ঠীর আগের দিনই নির্দেশিকায় জানানো হল, এপ্রিল থেকেই কার্যকর হচ্ছে সেটি। অর্থাৎ পরবর্তী মাসের বেতনের সঙ্গে এপ্রিল মাস থেকে দেওয়া বকেয়া ডিএ যোগ হবে। এই নির্দেশিকায় খুশি রাজ্য সরকারি কর্মীদের একটা অংশ।

কেন্দ্রীয় হারে ডিএ দেওয়ার দাবিতে ধর্মতলায় মঞ্চ তৈরি করে মাসের পর মাস আন্দোলন করেছেন রাজ্য সরকারি কর্মীদের একাংশ। নবান্নে তাঁদের সঙ্গে আলোচনাও হয়েছে প্রশাসনের। তাঁদের সব দাবি পূরণ না হলেও ৪ শতাংশ ডিএ বৃদ্ধির কথা ঘোষণা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। গত বছরের ডিসেম্বরে একটি অনুষ্ঠানে গিয়ে মমতা ঘোষণা করেছিলেন, ২০২৪-এর জানুয়ারি থেকেই সরকারি কর্মীরা বর্ধিত ডিএ পাবেন। পরে ভোট প্রচারের মাঝে মমতা জানিয়েছিলেন, মে থেকে নয় ওই মহার্ঘভাতা দেওয়া হবে এপ্রিল থেকে। ভোট মিটতে সেই সিদ্ধান্তই কার্যকর হল।

রাজ্য সরকারি কর্মীরা জানিয়েছেন, এই ৪ শতাংশ বৃদ্ধি পেলে ১৪ শতাংশ হারে ডিএ পাবেন তাঁরা। কেন্দ্রীয় সরকারির কর্মীরা বর্তমানে ৪৬ শতাংশ হারে ডিএ পান। মঙ্গলবার রাজ্যের অর্থ দফতরের তরফে নোটিফিকেশন দিয়ে ডিএ বৃদ্ধির কথা জানানো হয়েছে।

Next Article