CM Mamata Banerjee: ৭ একর জমি দিয়েছে সরকার, বাজারের দরের অনেক কমে নিউটাউন-রাজারহাটে প্রায় ২ হাজার ফ্ল্যাট! উদ্বোধন করলেন মমতা

CM Mamata Banerjee: রাজারহাটে তৈরি হয়েছে ৭ একর বিস্তৃত বিশালাকার আবাসন। এদিন উদ্বোধনী মঞ্চে উঠেই মমতা বললেন, “৫টা বড় প্রকল্পের উদ্বোধন করলাম। খরচ হয়েছে প্রায় ৪৫৫ কোটি ৫০ লক্ষ টাকা। গরিব মানুষদের জন্য নিউটাউনে দুটো আবাসন প্রকল্প হচ্ছে। মোট ৭ একর জমিতে ২৯০ কোটি টাকা খরচ করে এগুলো তৈরি হয়েছে।”

CM Mamata Banerjee: ৭ একর জমি দিয়েছে সরকার, বাজারের দরের অনেক কমে নিউটাউন-রাজারহাটে প্রায় ২ হাজার ফ্ল্যাট! উদ্বোধন করলেন মমতা
উদ্বোধনে মমতা Image Credit source: Social Media

| Edited By: জয়দীপ দাস

Jul 17, 2025 | 6:47 PM

কলকাতা: ‘আমরা চাই প্রতিটি মানুষের মাথার উপর ছাদ থাকুক’, নিউটাউনে নিজন্ন-সুজন্ন আবাসন প্রকল্পের উদ্বোধনী মঞ্চে উঠে প্রথমেই এ কথা শোনা গেল মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে। একইসঙ্গে ৫ প্রকল্পের হিসাব-নিকেশও দিলেন। উদ্বোধন করলেন তরণ্য প্রকল্পেরও। যাতে থাকছে আস্ত একখান লেক সমেত পার্ক। একইসঙ্গে বিগত কয়েক বছরে রাজ্যে চলা একাধিক জনমুখী প্রকল্পেরও খতিয়ান ফের একবার তুলে ধরেন মমতা। বাংলার শ্রেষ্ঠত্ব তুলে ধরে বলেন, “আমরা ভারতে ১০০ দিনের কাজে, আবাস যোজনায় এবং গ্রামীণ রাস্তা প্রকল্পে পর পর আমরা ১ নম্বরে ছিলাম।” এবার অর্থনৈতিকভাবে অনগ্রসর নাগরিকদের জন্য বড় উদ্যোগ নিয়ে ফেলল রাজ্য সরকার। 

ঠিক কী হয়েছে রাজারহাটে? 

রাজারহাটে তৈরি হয়েছে ৭ একর বিস্তৃত বিশালাকার আবাসন। এদিন উদ্বোধনী মঞ্চে উঠেই মমতা বললেন, “৫টা বড় প্রকল্পের উদ্বোধন করলাম। খরচ হয়েছে প্রায় ৪৫৫ কোটি ৫০ লক্ষ টাকা। গরিব মানুষদের জন্য নিউটাউনে দুটো আবাসন প্রকল্প হচ্ছে। মোট ৭ একর জমিতে ২৯০ কোটি টাকা খরচ করে এগুলো তৈরি হয়েছে।”  

কোথায় কত ফ্ল্যাট? 

কোথায় কত ফ্ল্যাট তারও হিসাব এদিন দেন মমতা। বলছেন, “আমরা চাই প্রত্যেক মানুষের একটা নিজস্ব ছাদ থাকুক। ইকোনমিক্যালি উইকার সেকশনের জন্য ১৫ তলা আবাসন তৈরি হয়েছে। ১২১০টি ফ্ল্যাট আছে। অনেক মানুষকে মাথা গোঁজার ঠাঁই দেওয়া যাবে। আমি নবান্নের সঙ্গে মিলিয়ে তাঁর নাম দিয়েছি নিজন্ন। এলআইজি ক্যাটগরির জন্য ১৬ তলা আবাসন থাকছে। তার নাম রেখেছি সুজন্ন। এখানে ৭২০টা ফ্ল্যাট রয়েছে। জমি দিয়েছে সরকার। এছাড়াও সাবসিডি দিয়ে বাজারের দামের থেকে অনেক কম দামে এই ফ্ল্যাটগুলি আপনারা পাবেন। লটারি করে স্বচ্ছতার মধ্য দিয়েই বিলি হবে।”