C V Ananda Bose: কালো চশমার আড়াল থেকে বোস দেখতে পান ‘অনেক কিছু’
Governor C V Ananda Bose: কিন্তু এর মধ্যে একটা জিনিস কিন্তু সি ভি আনন্দ বোস কখনও পরতে ভোলেন না। তা হল সানগ্লাস। প্রায় সব সময়ই তাঁকে দেখা যায় কালো চশমা পরতে। তবে জানেন কি কেন কালো চশমা পরেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস? শুধুই কি স্টাইল? নাকি এর পিছনে রয়েছে অন্য কারণ?

কলকাতা: কালো ব্লেজার। কালো জামা। কালো প্যান্ট। কিংবা নীল ব্লেজার, নীল জামা। নীল প্যান্ট। বরাবরই রাজ্যপাল সি ভি আনন্দ বোসকে এই পোশাকেই দেখতে অভ্যস্ত বঙ্গবাসী। যেদিন তিনি রাজ্যপাল হয়ে এ রাজ্যে এসেছেন, সেই দিন থেকেই বলা চলে তাঁর এই ‘লুক’ দেখেছেন রাজ্যবাসী। কিন্তু এর মধ্যে একটা জিনিস কিন্তু সি ভি আনন্দ বোস কখনও পরতে ভোলেন না। তা হল সানগ্লাস। প্রায় সব সময়ই তাঁকে দেখা যায় কালো চশমা পরতে। তবে জানেন কি কেন কালো চশমা পরেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস? শুধুই কি স্টাইল? নাকি এর পিছনে রয়েছে অন্য কারণ?
এক সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বোস জানিয়েছিলেন, চোখই বলে দেয় মানুষের মনের কথা। তিনি বলেন, “সানগ্লাস পরে থাকলে উল্টো দিকের মানুষ বুঝতে পারে না আমার মনে কী চলছে। কিন্তু আমি বুঝে যাই তাঁর মনে কী চলছে।” এরপর সাংবাদিক তাঁকে প্রশ্ন করেন, “কিছু কী লুকতে চান আপনি?” রাজ্যপাল বোস হেসে উত্তর দেন। জানান যে না। কোনও কিছু লুকোনোর নেই তাঁর।
তবে আসল কারণ কিন্তু এরপর বললেন। রাজ্যপাল ওই সংবাদ মাধ্য়মকে বলেন, “এর আগে আমি একজন সামান্য আধিকারিক ছিলাম। কিন্তু এখন রাজ্যপাল। সারাক্ষণ ক্যামেরার আলো ফোকাস করে আমায়। সেই কারণে ডাক্তার বলেছেন চোখের ক্ষতি হওয়া আটকাতে চশমা পরতে।”
প্রসঙ্গত, একা রাজ্যপাল নন কিন্তু। স্টাইল আইকন কিন্তু কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্রও রয়েছেন। তাঁকেও বিভিন্ন সময় বিভিন্ন সানগ্লাসে দেখতে অভ্যস্ত সকলেই। আবার মহুয়া মৈত্রর সানগ্লাসেরও বাহার রয়েছে।
