Governor on Hanskhali Case: শুভেন্দুর নালিশের পরই হাঁসখালি-কাণ্ডে রিপোর্ট তলব করলেন রাজ্যপাল

TV9 Bangla Digital | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Apr 11, 2022 | 8:03 PM

Governor on Hanskhali Case: হাঁসখালির ঘটনায় এবার রিপোর্ট তলব করলেন রাজ্যপাল জগদীপ ধনখড়। দু দিনের মধ্যে রিপোর্ট চেয়েছেন তিনি।

Governor on Hanskhali Case: শুভেন্দুর নালিশের পরই হাঁসখালি-কাণ্ডে রিপোর্ট তলব করলেন রাজ্যপাল
রাজভবনে রাজ্যপালের সঙ্গে বৈঠকে শুভেন্দু

Follow Us

কলকাতা : হাঁসখালি-কাণ্ডে এবার রিপোর্ট তলব করলেন রাজ্যপাল জগদীপ ধনখড়। নদিয়ার হাঁসখালিতে এক কিশোরীকে গণধর্ষণ করার অভিযোগ উঠেছে। ইতিমধ্যে সেই ঘটনার তদন্তও শুরু হয়েছে। সেই ঘটনাতেই এবার তৎপর হলেন রাজ্যপাল। শুধু হাঁসখালি নয়, রামনবমীতে রাজ্যে হিংসার ঘটনা ঘটেছে বলে যে অভিযোগ উঠেছে, তা নিয়েও রিপোর্ট তলব করেছেন তিনি। আগামী ১৩ এপ্রিলের মধ্যে রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীর কাছ থেকে রিপোর্ট চেয়েছেন তিনি। রাজ্যপাল জানিয়েছেন, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই বিষয়ে তাঁর দৃষ্টি আকর্ষণ করেছেন।

সোমবার বিকেলে রাজভবনে গিয়েছিলেন শুভেন্দু অধিকারী। রাজ্যের পরিস্থিতি নিয়ে আলোচনা হয় বলে জানা গিয়েছে। আর তারপরই রিপোর্ট তলব করলেন রাজ্যপাল। আগেও একাধিক ইস্যুতে রাজ্যের কাছে রিপোর্ট চেয়েছেন তিনি। নির্দিষ্ট সময়ে রিপোর্ট না পেয়ে অনেক সময় ক্ষোভ প্রকাশও করেছেন তিনি। এবার ফের রিপোর্ট চাইলেন। শুধু তাই নয়, রাজ্যের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন তিনি। বিশেষত মহিলাদের নিরাপত্তার বিষয়টিতে জোর দিয়েছেন তিনি।

উল্লেখ্য, হাঁসখালিতে ১৪ বছরের কিশোরীকে গণধর্ষণের অভিযোগ উঠেছে। শুধু তাই নয়, কোনও ডেথ সার্টিফিকেট ছাড়া কেন ঘটনার পর রাতেই দাহ করে দেওয়া হল, তা নিয়েও প্রশ্ন উঠেছে। আর সেই ঘটনায় নাম জড়িয়েছে তৃণমূল নেতার ছেলের। এই যুবককে ইতিমধ্যে গ্রেফতারও করা হয়েছে।

সোমবারই সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যপাল রাজ্যের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। কাউন্সিলর থেকে বিধায়ক, একের পর এক ঘটনায় আক্রান্ত হচ্ছেন জনপ্রতিনিধিরা। এ কথা উল্লেখ করে রাজ্যপাল বলেন, ‘সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়?’ তিনি বলেন, ‘সাধারণ মানুষ ভাবছে সাংসদের যদি এই অবস্থা হয়, বিধায়কের যদি ওই অবস্থা হয়, তাহলে আমাদের কী হবে?’

আরও পড়ুন : Adhir attacks Mamata Banerjee: ‘নাবালিকা ধর্ষিত হল, আর আপনি খুঁজছেন সে গর্ভবতী কি না?’ মমতাকে তোপ অধীরের

Next Article