Adhir attacks Mamata Banerjee: ‘নাবালিকা ধর্ষিত হল, আর আপনি খুঁজছেন সে গর্ভবতী কি না?’ মমতাকে তোপ অধীরের
Adhir attacks Mamata Banerjee: ঘটনাটা ধর্ষণের নাকি প্রেমঘটিত সম্পর্কের এমন প্রশ্নই তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর তাতেই কড়া প্রতিক্রিয়া কংগ্রেস সাংসদের।
কলকাতা : হাঁসখালিতে কিশোরীকে ধর্ষণের ঘটনায় নাম জড়িয়েছে তৃণমূল নেতার। স্থানীয় এক তৃণমূল নেতার ছেলের নাম জড়িয়েছে এই ধর্ষণের ঘটনায়। তিনি ও তাঁর বন্ধুরা ১৪ বছরের ওই নাবালিকাকে ধর্ষণ করেন বলে অভিযোগ। আর সেই ঘটনা প্রসঙ্গেই একাধিক প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর প্রশ্ন, ‘এই ঘটনাকে রেপড বলবেন? নাকি প্রেগন্যান্ট বলবেন? না লাভ অ্যাফেয়ার্স বলবেন?’ মমতার এই মন্তব্যের তীব্র নিন্দা করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। একজন মহিলা হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কী ভাবে এমন প্রশ্ন তুলছেন, তাতেই বিস্ময় প্রকাশ করেন অধীর।
সোমবার বিশ্ব বাংলা মেলা প্রাঙ্গনের উদ্বোধনে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় হাঁসখালি প্রসঙ্গে মন্তব্য করেন। এরপরই কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী বলেন, ‘বাংলার মুখ্যমন্ত্রী একজন মহিলা। বাংলার নারী সমাজ এই মন্তব্যকে কী ভাবে ব্যাখ্যা করবে আমি জানি না। তবে আমার মতে একজন বেশ্যাও যদি ধর্ষিত হন, তাহলে সেটাও অপরাধ।’
ধর্ষিতা কিশোরী গর্ভবতী ছিলেন কি না, সেই প্রশ্ন তুলেছেন মমতা। সেই প্রসঙ্গে অধীর বলেন, ‘একটা ১৪ বছরের মেয়ে ধর্ষিতা হল, আর আপনি খুঁজছেন সে গর্ভবতী কিনা। আমার লজ্জা লাগছে। স্বামী স্ত্রীকে ধর্ষণ করতে পারে না, এ কথা আইনে বলা হয়েছে। আপনি মহিলা হয় এই কথা বললেন? ছিঃ। বাংলার মহিলাদের বলব এই কথার বিচার করুন।’
গত সোমবার নদিয়ার হাঁসখালিতে এলাকার এক বন্ধুর জন্মদিনে গিয়েছিল এলাকার এক কিশোরী। রাতে সেখান থেকে ফেরার পর অসুস্থ হয়ে পড়ে সে। ক্রমশ জটিল হয়ে ওঠে তার শারীরিক পরিস্থিতি। কিশোরীকে হাসপাতালে নিয়ে যেতে হয়। তবে সেখানে নিয়ে গিয়ে কোনও লাভ হয়নি। রাতেই মৃত্যু হয় কিশোরীর। সেই রাতেই তার বাড়ির কাছে একটি শ্মশানে দাহ করা হয় মৃতদেহ। এরপরই একের পর এক বিস্ফোরক তথ্য উঠে আসতে শুরু করে। জানা যায়, মৃত্যুর শংসাপত্র ছাড়াই ওই নাবালিকার মৃতদেহ পোড়ানো হয়। কেন ঘটনার পাঁচ দিন পর অভিযোগ দায়ের হল, সেই প্রশ্নও তুলেছেন মমতা।