ছিল হাফ, হয়ে গেল ফুল! জামাই ষষ্ঠীতে বড় ঘোষণা রাজ্য সরকারের

রাজ্য জুড়ে জারি রয়েছে বিধি-নিষেধ। এরই মধ্যে সরকারি ছুটির ঘোষণা রাজ্যে।

ছিল হাফ, হয়ে গেল ফুল! জামাই ষষ্ঠীতে বড় ঘোষণা রাজ্য সরকারের
ফাইল ছবি
Follow Us:
| Updated on: Jun 15, 2021 | 3:06 PM

কলকাতা: কলকাতা: করোনা পরিস্থিতিতে বর্তমানে রাজ্যে কড়া বিধি-নিষেধ জারি আছে। সরকারি অফিসগুলিতে পুরোমাত্রায় উপস্থিতির অনুমতি মেলেনি এখনও। তবে, এরই মধ্যে সরকারি কর্মীদের জন্য সুখবর। জামাই ষষ্ঠী উপলক্ষে বুধবার পূর্ণ দিবস ছুটি থাকবে রাজ্য সরকারি সব দফতরে। মঙ্গলবার সেই ছুটির নির্দেশিকা জারি হয়েছে।

বিগত কয়েক বছর ধরে অর্ধ দিবস ছুটি দেওয়া হচ্ছিল রাজ্য সরকারি কর্মচারীরা। দুপুর ২টোর পর ছুটি হয়ে যেত সমস্ত সরকারি দফতর। এ বার প্রথম পূর্ণ দিবস ছুটি দেওয়া হচ্ছে। করোনা আবহে এ বার এই সম্পূর্ণ ছুটির ঘোষণা করেছে নবান্ন। বুধবার জরুরি পরিষেবা ছাড়া রাজ্য সরকারি সব দফতর বন্ধ থাকবে। শিক্ষা প্রতিষ্ঠান-সহ সব দফতরের জন্য এই নির্দেশিকা প্রযোজ্য।

আরও পড়ুন: দিল্লিতে কার্যকর হয়নি ‘ওয়ান নেশন ওয়ান রেশন কার্ড’, সুপ্রিম কোর্টে অভিযোগ কেন্দ্রের

এ দিকে সোমবারই নতুন করে আগামি ১ জুলাই পর্যন্ত বিধি-নিষেধের তালিকা দেওয়া হয়েছে। বিধি-নিষেধ কিছুটা শিথিল করা হলেও গণপরিবহণ যাতায়াতে এখনও ছাড় দেওয়া হয়নি। ব্যক্তিগত গাড়ি চলাচলেও প্রশাসনের অনুমতি লাগবে।

আরও পড়ুন: লকডাউনে সংসারে অনটন! আত্মঘাতী গৃহবধূ

বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার আসার পর থেকেই পুজো-পার্বনে অতিরিক্ত ছুটি ঘোষণা করে থাকেন মুখ্যমন্ত্রী। এমনকি কোনও পুজো শনিবার বার রবিবার পড়ে গেলে, তার বদলে সপ্তাহের অন্য দিনেও ছুটি দিয়ে থাকেন তিনি।