দিল্লিতে কার্যকর হয়নি ‘ওয়ান নেশন ওয়ান রেশন কার্ড’, সুপ্রিম কোর্টে অভিযোগ কেন্দ্রের
কেন্দ্রীয় সরকার অভিযোগ করেছে দিল্লিতে 'ওয়ান নেশন ওয়ান রেশন কার্ড যোজনা' বাস্তবায়ন না হওয়ায় দিল্লিতে বসবাসরত বিপুল সংখ্যক অভিবাসী শ্রমিক জাতীয় খাদ্য সুরক্ষা আইনের আওতায় ভর্তুকিযুক্ত খাদ্যশস্যের সুবিধা নিতে পারছেন না।
নয়া দিল্লি: ‘ওয়ান নেশন ওয়ান রেশন কার্ড যোজনা’ নিয়ে কেন্দ্র এবং দিল্লির (New Delhi) সরকারের মধ্যে তরজা অব্যাহত। সোমবার সুপ্রিম কোর্টকে কেন্দ্রীয় সরকার জানিয়েছে, ‘ওয়ান নেশন ওয়ান রেশন কার্ড যোজনা’ বাস্তবায়নের বিষয়ে দিল্লি সরকার বিভ্রান্তি তৈরি করছে।
কেন্দ্রীয় সরকারের অভিযোগ, দিল্লির মধ্যে এই যোজনাটি কেবল পূর্ব দিল্লির সীমাপুরী অঞ্চলে প্রয়োগ করা হয়েছে। এই অঞ্চলে ৪২ ইপিওএস (ইলেকট্রনিক পয়েন্ট অফ সেল) এর মাধ্যমে কিছু লেনদেন হয়েছে। ১১ ই জুন, দিল্লি সরকারের উকিল সুপ্রিম কোর্টে জানিয়েছিলেন দিল্লিতে ‘ওয়ান নেশন ওয়ান রেশন কার্ড যোজনা’ প্রয়োগ করা হয়েছে।
কেন্দ্রীয় সরকার জানিয়েছে যে, দিল্লিতে যতক্ষণ না জাতীয় পোর্টেবিলিটি লেনদেনকে আনুষ্ঠানিকভাবে সমস্ত ন্যায্য মূল্যের দোকানগুলিতে (এফপিএস) বা ফেয়ার প্রাইস শপে ব্যবহারে করা হবে ততক্ষণ পর্যন্ত এটি ‘ওয়ান নেশন ওয়ান রেশন কার্ড যোজনা’ বাস্তবায়নের জন্য বিবেচিত হবে না। দিল্লি সরকারকে এখনও পর্যন্ত ২০০০ এরও বেশি ইপিওএস মেশিন সরবরাহ করা হয়েছে, যা এখনও চালু হয়নি। এমন পরিস্থিতিতে, এটা বলা ঠিক হবে না যে দিল্লিতে ‘ওয়ান নেশন ওয়ান রেশন কার্ড যোজনা’ কার্যকরী হয়েছে।
কেন্দ্রীয় সরকার অভিযোগ করেছে দিল্লিতে ‘ওয়ান নেশন ওয়ান রেশন কার্ড যোজনা’ বাস্তবায়ন না হওয়ায় দিল্লিতে বসবাসরত বিপুল সংখ্যক অভিবাসী শ্রমিক জাতীয় খাদ্য সুরক্ষা আইনের আওতায় ভর্তুকিযুক্ত খাদ্যশস্যের সুবিধা নিতে পারছেন না। কেন্দ্র এ-ও জানিয়েছে, ২০২০ সালের ডিসেম্বরের মধ্যে দেশজুড়ে ৩২ টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে ‘ওয়ান নেশন ওয়ান রেশন কার্ড যোজনা’ বাস্তবায়ন করা হয়েছে, এর ফলে জাতীয় খাদ্য সুরক্ষা আইনের আওতাভুক্ত ৮৫ শতাংশ মানুষ উপকৃত হচ্ছেন।
এই যোজনাটির বাস্তবায়নের দায়িত্ব রাজ্যগুলির। এখনও পর্যন্ত দিল্লি, পশ্চিমবঙ্গ, ছত্তীসগড় ও অসম এই যোজনাটি কার্যকর করেনি। করোনাকালে কেন্দ্রীয় সরকার প্রায় ৮০ কোটি মানুষকে বিনামূল্যে খাদ্য বিতরণের জন্য চিহ্নিত করেছিল। উল্লেখ্য ১১ ই জুন, অভিবাসী শ্রমিকদের সমস্যা সম্পর্কিত স্বতপ্রণোদিত মামলার শুনানির সময় সুপ্রিম কোর্ট জানায়, সমস্ত রাজ্যের ‘ওয়ান নেশন ওয়ান রেশন কার্ড যোজনা’ বাস্তবায়ন করা উচিত যাতে অভিবাসী শ্রমিকরা লাভবান হতে পারে।
আরও পড়ুন: উত্তর প্রদেশেও দলবদল! ৯ বিধায়কের অখিলেশ সাক্ষাতে চরমে জল্পনা