Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

IPL 2025: ট্রেন্ডে থাকতে হবে বস..., এটাই তো রীতি!

IPL 2025: ট্রেন্ডে থাকতে হবে বস…, এটাই তো রীতি!

সুপ্রিয় ঘোষ

|

Updated on: Mar 30, 2025 | 6:33 PM

IPL: ট্রেন্ডে থাকতে হবে বস...। এটাই তো রীতি! সিধুর সঙ্গে তাল মেলাতে বাকিরাও কিন্তু শখের শায়ের হয়ে উঠেছেন। যা অনেক ক্রিকেট প্রেমীর কাছে বিরক্তির কারণও হয়ে দাঁড়িয়েছে।

কমেন্ট্রির ক্ষেত্রেও কিন্তু নানা বদল এসেছে। একটা সময় ম্যাচের মধ্যেই সীমাবদ্ধ থাকত বেশির ভাগটা। কোনও প্লেয়ারের উত্থান নিয়ে আলোচনা, টেকনিকের বিশ্লেষণ, ফিল্ড প্লেসমেন্ট ঠিক হচ্ছে কি না, দুর্দান্ত কোনও শটকে বোঝাতে নানা গুরু-গম্ভীর শব্দ বাছাই। আবার কোনও ক্রিকেটার বারবার একই ভাবে আউট হলে তাঁকে নানা পরামর্শও দিয়ে থাকতেন প্রাক্তনরা।

ভারতীয় ক্রিকেটে দীর্ঘ সময় ধরেই কমেন্ট্রি করছেন। মাঝে অবশ্য হারিয়ে গিয়েছিলেন। সেই প্রসঙ্গে আর না যাওয়াই ভালো। কম বক্সে প্রত্যাবর্তনে স্টাইল কিন্তু বদলায়নি। বরং ক্রিকেটাররা যেমন বৈচিত্র আনেন নিজের খেলায়, তেমনই কমেন্ট্রিতে শব্দবাজিতে বাজিমাত করার চেষ্টায় দেখা যায় সিধুকে। সকলেরই যে তা পছন্দ, এমনটা বলা যায় না। এখনও অনেকে তাই ইংরেজি কমেন্ট্রিতেই বেশি অভ্যস্ত। আবার অনেকে নিজের ভাষায় ধারাভাষ্যের সুযোগ থাকলে, সেটাই শুনে থাকেন। সিধু কেন বাকিদের থেকে ব্যতিক্রমী?

ট্রেন্ডে থাকতে হবে বস…। এটাই তো রীতি! সিধুর সঙ্গে তাল মেলাতে বাকিরাও কিন্তু শখের শায়ের হয়ে উঠেছেন। যা অনেক ক্রিকেট প্রেমীর কাছে বিরক্তির কারণও হয়ে দাঁড়িয়েছে। অনেকে তো সোশ্যাল মিডিয়ায় বোর্ডকেও বার্তা দিতে পিছপা হচ্ছেন না। ক্রিকেট থেকে ফোকাস সরানো হচ্ছে, শায়েরির মজলিশ বসছে, এমন ‘অভিযোগ’ও উঠছে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ছে নানা মিম। কিন্তু ওই যে ‘খ্যাটাক’! আলোচনা হোক বা সমালোচনা, সকলের মুখেই সিধুর প্রসঙ্গ।