Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

IPL Ticket Price: ইডেনে আইপিএল টিকিটের দাম কমল, জেনে নিন কত হল

IPL 2025, KKR EDEN GARDENS: আগামী রবিবার ইডেনে মুখোমুখি হওয়ার কথা ছিল নাইট রাইডার্স ও লখনউ সুপার জায়ান্টসের। সেই ম্যাচের সূচি বদলেছে। ৮ তারিখ ইডেনে কেকেআর বনাম লখনউ ম্যাচ দেখতে আর অত্যাধিক দাম দিয়ে টিকিট কাটতে হবে না সমর্থকদের।

IPL Ticket Price: ইডেনে আইপিএল টিকিটের দাম কমল, জেনে নিন কত হল
Image Credit source: PTI FILE
Follow Us:
| Edited By: | Updated on: Mar 30, 2025 | 10:15 PM

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে ঘরের মাঠেই প্রবল সমালোচনার মুখে পড়েছিল কলকাতা নাইট রাইডার্স। তার কারণ অবশ্য পারফরম্যান্স নয়। টিকিটের দাম নিয়ে ক্ষুব্ধ ছিলেন কেকেআর সমর্থকরা। সোশ্যাল মিডিয়ায় নানা তীর্যক মন্তব্যও আসে। অনেকে মন্তব্য করেন, মেগা অকশনে ভেঙ্কটেশ আইয়ারকে কিনতে প্রচুর খরচ হওয়ায় টিকিটের দাম এত বেশি রাখা হয়েছে। সমর্থকদের কথা ভেবে টিকিটের দাম কমানো হল।

আগামী রবিবার ইডেনে মুখোমুখি হওয়ার কথা ছিল নাইট রাইডার্স ও লখনউ সুপার জায়ান্টসের। সেই ম্যাচের সূচি বদলেছে। ৮ তারিখ ইডেনে কেকেআর বনাম লখনউ ম্যাচ দেখতে আর অত্যাধিক দাম দিয়ে টিকিট কাটতে হবে না সমর্থকদের। টিকিটের ন্যুনতম দাম থাকল ৯০০ টাকাই। তবে এরপর রয়েছে ১২০০, ১৫০০, ১৮০০ টাকার দামের টিকিট। ক্লাব হাউস আপার টিয়ার টিকিটের দাম ৬ হাজার টাকা। লোয়ার টিয়ারের টিকিটের দাম ১০ হাজার টাকা। এল ব্লকের প্রিমিয়াম টিকিটের দাম ৮ হাজার টাকা। বি ব্লকের প্রিমিয়াম টিকিটের দাম ১২ হাজার টাকা। তবে আপাতত কেকেআর-লখনউ ম্যাচের জন্যই এই টিকিটের দাম ধার্য্য করা হয়েছে।

আইপিএলে ইডেনে কেকেআরের প্রথম দুটো ম্যাচের জন্য টিকিটের দাম যা নির্ধারিত করা হয়েছিল

৯০০ টাকা ২০০০ টাকা ৩৫০০ টাকা (F, G, H, J, B1, C1, K1, L1, D1 Block) ৫০০০ টাকা (B, C, K, L, D, E Block) ৬০০০টাকা (Club House Upper Tier) ১০০০০ টাকা ( L BLOCK premium & Club house Lower Tier) ১৫০০০ টাকা ( B Block Premium)

৮ তারিখ কেকেআর-লখনউ ম্যাচে টিকিটের দাম যা হল

৯০০ টাকা ১২০০ টাকা (B1, C1, K1, L1, D1 Block) ১৫০০ টাকা (D, E, F, G, H, J Block) ১৮০০ টাকা (K, C Block) ৬০০০ টাকা ( Club House upper Tier) ৮০০০ টাকা ( L premium Block) ১০০০০ টাকা ( Club house Lower Tier) ১২০০০ টাকা ( B Premium Block)