লকডাউনে সংসারে অনটন! আত্মঘাতী গৃহবধূ

গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী এক গৃহবধূ। ঘটনাটি ঘটেছে সরশুনার (Sorsuna) মারলিন আবাসনে।

লকডাউনে  সংসারে অনটন! আত্মঘাতী গৃহবধূ
প্রতীকী চিত্র
Follow Us:
| Updated on: Jun 15, 2021 | 2:00 PM

কলকাতা: গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী এক গৃহবধূ। ঘটনাটি ঘটেছে সরশুনার (Sorsuna) মারলিন আবাসনে। মৃতের নাম কৃষ্ণ সেন(৫২)।

স্বামীর নাম নরেন সেন কর্পোরেশনের চুক্তিভিত্তিক কর্মী। মাসিক বেতন ৬২০০ টাকা। লকডাউনের আগে ছেলের বেতন ও স্বামীর বেতন দিয়ে কোনওরকমে সংসার চালাচ্ছিলেন। লকডাউন হওয়ার পর ছেলে ঠিকমতো বেতন পাচ্ছিলেন না। সেই নিয়েই অশান্তি চলছিল পরিবারের মধ্যে।

স্বামীর চিকিৎসার জন্য তিন থেকে সাড়ে তিন লক্ষ টাকা ধার নিয়েছিলেন কৃষ্ণ। ধীরে ধীরে সেই টাকা শোধও করছিলেন। কিন্তু আর্থিক অনটনের জন্য বেশ কয়েক মাস ধরে আর টাকা শোধ করতে পারছিল না। এই নিয়েই পরিবারের মধ্যে অশান্তি চলছিল।

আরও পড়ুন: রাজ্যের সম্মতি নেই, রেল বোর্ডের অনুমতি পেয়েও চালানো গেল না ২০ জোড়া ইন্টারসিটি এক্সপ্রেস

সোমবার রাতে ছেলে মায়ের কাছে টাকা চান অফিসে যাওয়ার জন্য। কিন্তু টাকা না দিতে পারায় ঝামেলা হয়। সকালে ছেলে কাজে বেরিয়ে যায়। স্বামী নরেনের কাছে টাকা না থাকায় সরশুনা থেকে হেঁটে মমিনপুর পর্যন্ত হেঁটে কাজে যান। রাতে বাড়ি ফিরে দেখেন ঘরের দরজা বন্ধ। ভিতরে ঢুকে দেখেন, পাখার সঙ্গে গলায় ফাঁস লাগিয়ে ঝুলছেন স্ত্রী। সরশুনা থানার পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে। তদন্ত করে দেখছে পুলিশ।