Agitation of Guardians: স্কুলের ফি জমা নিলেও শুরু হয়নি নতুন সেশন, সল্টলেকের স্কুলের বাইরে বিক্ষোভ অভিভাবকদের

TV9 Bangla Digital | Edited By: Soumya Saha

Apr 11, 2022 | 5:07 PM

Agitation outside Salt Lake School: অভিযোগ, স্কুলের নতুন সেশন শুরু হওয়ার কথা ছিল ৫ এপ্রিল। কিন্তু শিক্ষক ও স্কুল কর্তৃপক্ষের মধ্যে এই দ্বৈরথের কারণে ১১ এপ্রিল হয়ে যাওয়ার পরেও স্কুল খোলেনি। এই ঘটনার প্রতিবাদে সোমবার বেশ কিছু অভিভাবক স্কুলের সামনে এসে বিক্ষোভ দেখান।

Agitation of Guardians: স্কুলের ফি জমা নিলেও শুরু হয়নি নতুন সেশন, সল্টলেকের স্কুলের বাইরে বিক্ষোভ অভিভাবকদের
সল্টলেকের স্কুলের বাইরে বিক্ষোভ

Follow Us

কলকাতা : স্কুলের ফি দেওয়া হয়ে গিয়েছে। কিন্তু পঠন পাঠন এখনও শুরু হয়নি। এমনকী স্কুলের শিক্ষকদের বেতন পর্যন্ত দেওয়া হয়নি। আর তার জেরেই এবার শিকেয় উঠেছে স্কুলের পড়াশোনা। সল্টলেকের বিডি ব্লকের এক বেসরকারি মন্তেসরি স্কুলের ঘটনা। স্কুলের এই বেহাল অবস্থার প্রতিবাদে সোমবার স্কুলের সামনে বিক্ষোভ দেখান পড়ুয়াদের অভিভাবক ও অভিভাবিকারা। বিক্ষোভে সামিল হন ওই স্কুলের শিক্ষক শিক্ষিকাদের একাংশও। স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগ তোলেন বিক্ষোভকারীরা। অভিযোগ, স্কুল কর্তৃপক্ষ এবং শিক্ষক শিক্ষিকাদের মধ্যে এই দ্বৈরথের প্রভাব পড়ছে পঠন পাঠনের উপর। আর এই নিয়েই দুশ্চিন্তায় রয়েছেন সল্টলেকের ওই মন্তেসরি স্কুলের পড়ুয়াদের অভিভাবক – অভিভাবিকারা।

অভিযোগ, স্কুলের নতুন সেশন শুরু হওয়ার কথা ছিল ৫ এপ্রিল। কিন্তু শিক্ষক ও স্কুল কর্তৃপক্ষের মধ্যে এই দ্বৈরথের কারণে ১১ এপ্রিল হয়ে যাওয়ার পরেও স্কুল খোলেনি। এই ঘটনার প্রতিবাদে সোমবার বেশ কিছু অভিভাবক স্কুলের সামনে এসে বিক্ষোভ দেখান। বিক্ষোভকারীদের দাবি, অবিলম্বে স্কুলের পুরানো শিক্ষিকাদের বহাল করে স্কুলের পঠন-পাঠন শুরু করা হোক। এরপর তাঁরা বিষয়টি মীমাংসার জন্য আসেন বিধাননগর পুরনিগম ৪১ নম্বর ওয়ার্ডের পুরমাতা রত্না ভৌমিকের কাছেও। প্রায় দুই ঘণ্টা ধরে বৈঠক করেন তাঁরা। কিন্তু ওই বৈঠকের পরেও কোনও সুরাহা না হওয়ায় দুশ্চিন্তায় ভুগছেন ওই মন্তেসরি স্কুলের ছাত্র-ছাত্রীদের অভিভাবকরা।

অভিভাবক অভিভাবিকাদের একাংশের বক্তব্য, ওই স্কুলের শিক্ষক- শিক্ষিকাদের জন্যই তাঁরা নিজেদের ছেলেমেয়েদের সেখানে ভর্তি করিয়েছিলেন। এখন তাঁরা চাইছেন, পুরানো শিক্ষক-শিক্ষিকাদের দিয়েই তাঁদের ছেলেমেয়েদের ক্লাস করাতে হবে। পাশাপাশি ফি জমা নেওয়ার পরেও কেন পড়ুয়াদের সেশন এখনও শুরু হয়নি, তা নিয়েও প্রশ্ন তুলেছেন অভিভাবক – অভিভাবিকারা।

পল্লবী চক্রবর্তী নামে এক অভিভাবিকা জানিয়েছেন, ” স্কুলের ফি দিতে দেরি হওয়ায়, স্কুল কর্তৃপক্ষ থেকে জোর দেওয়া হচ্ছিল। বলা হচ্ছিল, আগে ফি জমা দিতে হবে, তারপর পরীক্ষা হবে। কিন্তু ভর্তি নিয়ে নেওয়ার পর এখনও স্কুল শুরু হয়নি। শিক্ষক শিক্ষিকার সবাই ছেড়ে চলে গিয়েছেন। এখন পরিচারিকাদের দিয়ে ক্লাস করানো হচ্ছে।” বিষয়টি নিয়ে স্থানীয় কাউন্সিলর রত্না ভৌমিক জানিয়েছেন, “অসুবিধা হচ্ছে কেন, তা দেখা হচ্ছে। ৫০০ পড়ুয়া ছিল। সেটা এখন ১৭৫ জন। আমি কথা বলে চেষ্টা করছি বিষয়টি ঠিক করার।”

আরও পড়ুন : Mukul Roy: মুকুল কি বিজেপিতেই? বিধানসভার অধ্যক্ষকে রায় পুনর্বিবেচনার নির্দেশ হাইকোর্টের

Next Article