গান স্যালুট, স্ট্র্যান্ড রোডের অগ্নিকাণ্ডে মৃত পুলিশকর্মী অমিত ভাওয়ালকে শেষ শ্রদ্ধা
স্ট্র্যান্ড রোডের অগ্নিকাণ্ডে মৃত পুলিশকর্মী অমিত ভাওয়ালকে শেষ শ্রদ্ধা

গান স্যালুট, স্ট্র্যান্ড রোডের অগ্নিকাণ্ডে মৃত পুলিশকর্মী অমিত ভাওয়ালকে শেষ শ্রদ্ধা

সৌরভ পাল |

Mar 09, 2021 | 7:33 PM

স্ট্র্যান্ড রোডের অগ্নিকাণ্ডে (Strand Road Kolkata Fire) মৃত পুলিশকর্মী অমিত ভাওয়ালকে শেষ শ্রদ্ধা। লালবাজের গার্ড অব অনার দেওয়া হয়েছে মৃত ASI-কে।

স্ট্র্যান্ড রোডের অগ্নিকাণ্ডে মৃত পুলিশকর্মী অমিত ভাওয়ালকে শেষ শ্রদ্ধা। লালবাজের গার্ড অব অনার দেওয়া হয়েছে মৃত ASI-কে।

আরও পড়ুন : পোস্তা বিপর্যয়ে ঝাঁপিয়ে পড়েছিলেন, সেই পুরস্কার শোকেসে! স্ট্র্যান্ড রোডে অনিরুদ্ধর ছোট্ট ভুল

সোমবার রাতে বড়বাজারের (Burrabazar) ১৪ নম্বর স্ট্র্যান্ড রোডের একটি বহুতলে আগুন লাগে। বহুতলের ১৩ তলায় একটি অফিস ঘরে আগুন লাগে। ঘটনাস্থলে দমকলের ১৪ টি ইঞ্জিন পৌঁছে প্রায় ৪ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে অগ্নিকাণ্ডে মৃত্যু হয়ে ৯ জনের। দক্ষিণ-পূর্ব রেলের দফতরে ওই আগুন লাগে। ওই ১৩ তলাতেই দক্ষিণ-পূর্ব রেলের চার্ট তৈরির সার্ভার রয়েছে। ফলে সেই সার্ভার ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। রাত ১০ টা ১০ নাগাদ ঘটনাস্থল পরিদর্শনে আসেন কলকাতার নগরপাল সৌমেন মিত্র। পুরমন্ত্রী ফিরহাদ হাকিমও যান সেখানে। উপস্থিত হন দমকল মন্ত্রী সুজিত বসু। দমকল কর্মীর মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে বলে জানান ফিরহাদ। ঘটনাস্থলে আসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাত ১২ টা ০৮ নাগাদ ফিরে যান তিনি।