BJP MLA: ছাব্বিশের আগেই বড় ধাক্কা! আজই বিজেপি ছাড়ছেন এক বিধায়ক: সূত্র

BJP MLA: ২০২৪ সালের লোকসভা নির্বাচনের পর থেকে শুভেন্দুর সঙ্গে তাঁর দূরত্ব শুরু হয় বলে জানা যায়। সাংগঠনিক জেলা সভানেত্রীর পদ থেকে তাপসীকে সরানো নিয়েও তুঙ্গে ওঠে জল্পনা। বিজেপির শ্রমিক সংগঠনেও ধীরে ধীরে গুরুত্ব কমতে থাকে।

BJP MLA: ছাব্বিশের আগেই বড় ধাক্কা! আজই বিজেপি ছাড়ছেন এক বিধায়ক: সূত্র
ভোটের আগে বিজেপিতে ভাঙন? Image Credit source: TV 9 Bangla

| Edited By: জয়দীপ দাস

Mar 10, 2025 | 3:39 PM

কলকাতা: দক্ষিণবঙ্গে বিজেপিতে ধস? এক্কেবারে শুভেন্দু গড়ে বিজেপিতে ভাঙন? হলদিয়ার বিজেপির বিধায়ক তাপসী মণ্ডলকে নিয়ে তৈরি হয়েছে জল্পনা। এদিনই তিনি তৃণমূলে যোগ দিতে চলেছেন বলে সূত্রে খবর। ইতিমধ্যেই তাঁকে তৃণমূল সাধারণ সম্পাদক তন্ময় ঘোষের গাড়িতে উঠতে দেখা যায় তাপসীকে। প্রসঙ্গত, ২০২১ সালে শুভেন্দু অধিকারীর হাত ধরে সিপিএম থেকে বিজেপিতে যোগ দিয়েছিলেন তাপসী। 

২০২৪ সালের লোকসভা নির্বাচনের পর থেকে শুভেন্দুর সঙ্গে তাঁর দূরত্ব শুরু হয় বলে জানা যায়। সাংগঠনিক জেলা সভানেত্রীর পদ থেকে তাপসীকে সরানো নিয়েও তুঙ্গে ওঠে জল্পনা। বিজেপির শ্রমিক সংগঠনেও ধীরে ধীরে গুরুত্ব কমতে থাকে। এরইমধ্যে তাঁর দলবদলের কথা শোনা যেতেই তুঙ্গে উঠেছে জল্পনা।  

দীর্ঘদিন থেকেই পূর্ব মেদিনীপুরে সংগঠনের দায়িত্বে রয়েছেন তৃণমূলের সাধারণ সম্পাদক তন্ময় ঘোষ। এদিন তাঁর গাড়িতে তাপসীকে উঠতে দেখা যাতেই দলবদলের জল্পনা একেবারে রকেটের গতিতে ছড়িয়ে পড়ে। সূত্রের খবর, ওই গাড়িতেই করেই তিনি তৃণমূল ভবনের দিকে আসছেন। সেখানে হবে যোগদান।