Haltu: বিয়ের প্রতিশ্রুতি দিয়ে মহিলার ছবি-ভিডিয়ো ভাইরাল, গ্রেফতার ফটোগ্রাফার
Haltu: জানা গিয়েছে, নরেন্দ্রপুর থানা এলাকার বাসিন্দা এক তরুণীর সঙ্গে আলাপ হয় হালতুর বাসিন্দা এক যুবকের ৷ তিনি পেশায় একজন ফটোগ্রাফার ৷ সোশাল মিডিয়ায় তাদের আলাপ হয়েছিল ৷ দুজনেই বিবাহিত ৷

হালতু: এক মহিলার গোপন ছবি ভাইরাল করার অভিযোগে এক ফটোগ্রাফারকে গ্রেফতার করল নরেন্দ্রপুর থানার পুলিশ ৷ হালতু এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে ৷ ধৄতকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ ৷ তার মোবাইল ফোন,ল্যাপটপ বাজেয়াপ্ত করা হয়েছে ৷ তা পরীক্ষার জন্য পাঠানো হবে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে ৷
জানা গিয়েছে, নরেন্দ্রপুর থানা এলাকার বাসিন্দা এক তরুণীর সঙ্গে আলাপ হয় হালতুর বাসিন্দা এক যুবকের ৷ তিনি পেশায় একজন ফটোগ্রাফার ৷ সোশাল মিডিয়ায় তাদের আলাপ হয়েছিল ৷ দু’জনেই বিবাহিত ৷ তবে তরুণীর বছর খানেক আগে ডিভোর্স হয়েছে ৷ দু’জনের মধ্যে সম্পর্ক গাঢ় হয় ৷ তাঁরা একসঙ্গে একটি বাড়ি ভাড়া নিয়ে থাকতেও শুরু করেন ৷ যদিও রাতে ওই বাড়িতে থাকতেন না তিনি।
তরুণীর কাছ থেকে ২ লক্ষ টাকাও নেয় বলে অভিযোগ ৷ তরুণীর অভিযোগ দুজনের ব্যক্তিগত শারীরিক সম্পর্কের ছবি ও তরুণীর ছবি ভাইরাল করে দেওয়ার হুমকি দেয় ৷ এমনকী সেই ছবি তার তরুণীর প্রাক্তন স্বামীর কাছেও পাঠায় বলে অভিযোগ। এই ঘটনায় ওই তরুণী নরেন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের করলে অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ ৷ তাঁকে বারুইপুর মহকুমা আদালতে পেশ করা হবে ৷ জিজ্ঞাসাবাদের জন্য নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানানো হবে বলে নরেন্দ্রপুর থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে।
এই ঘটনায় অভিযোগকারিণী মহিলা বলেন, “আমাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়েছিল। তারপর শারীরিক সম্পর্ক তৈরি করে। আড়াই লক্ষ টাকা নেয়। এখন বিয়ে তো করবেই না। আর আমারই অজান্তে ভিডিয়ো ছবি তুলে ব্ল্যাকমেইল করছে।”
