Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Calcutta Medical College: রোগীর ঝুলন্ত দেহ কলকাতা মেডিক্যাল কলেজে! নিরাপত্তা নিয়ে প্রশ্নের মুখে কর্তৃপক্ষ

Calcutta Medical College: অগ্নিনির্বাপণের জন্য শৌচাগারের বাইরে যে পাইপ আছে, তাতে বেডকভার বাঁধা অবস্থায় ঝুলছিলেন ওই রোগী। হাসপাতালের কর্মীরাই দেখতে পান।

Calcutta Medical College: রোগীর ঝুলন্ত দেহ কলকাতা মেডিক্যাল কলেজে! নিরাপত্তা নিয়ে প্রশ্নের মুখে কর্তৃপক্ষ
ফাইল ছবি
Follow Us:
| Edited By: | Updated on: Mar 10, 2023 | 11:20 AM

কলকাতা : কলকাতা মেডিক্যাল কলেজে (Calcutta Medical College) উদ্ধার রোগীর ঝুলন্ত দেহ। শুক্রবার সকালে এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল শহরের এই সরকারি হাসপাতালে। মৃতের নাম মনোরঞ্জন বিশ্বাস। উত্তরপাড়ার বাসিন্দা মনোরঞ্জন জানিয়েছেন, হাড়ের রোগের চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি ছিলেন। এদিন সকালে গ্রিন বিল্ডিংয়ের চার তলায় তাঁকে ঝুলন্ত অবস্থায় দেখা যায়। পরে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। রাজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ এই হাসপাতালে এমন ঘটনা স্বাভাবিকভাবেই হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে প্রশ্ন তুলে দিয়েছে। কীভাবে এমন ঘটনা ঘটল, তা জানতে তদন্ত কমিটি গঠন করা হচ্ছে। আত্মহত্যা বলেই প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে।

হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, পায়ের হাড়ের অস্ত্রোপচার হওয়ার কথা ছিল ওই রোগীর। একই সঙ্গে পারকিনসন রোগে ভুগছিলেন তিনি। কিন্তু অস্ত্রোপচারের আগেই এই ঘটনা। পারকিনসন রোগের কারণে ওই রোগী এমনটা করেছেন কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

কলকাতা মেডিক্যাল কলেজের এম‌এসভিপি অঞ্জন অধিকারী জানিয়েছেন, এদিন ভোর ৩ টে নাগাদ ওই ওয়ার্ডে রাউন্ড দিয়ে গিয়েছেন নার্স। তখনও বেডেই ছিলেন ওই রোগী। সকাল ৬ টার মধ্যেই এই ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন তিনি।

জানা গিয়েছে, অগ্নিনির্বাপণের জন্য শৌচাগারের বাইরে যে পাইপ আছে, তাতে বেডকভার বাঁধা অবস্থায় ঝুলছিলেন ওই রোগী। হাসপাতালের কর্মীরাই দেখতে পান। কাছেই একটি ফাঁকা বেড পড়েছিল। মনে করা হচ্ছে, তাতে উঠেই বেডকভার বাঁধেন ওই রোগী।

ঘটনা খতিয়ে দেখতে সিসিটিভি-র ফুটেজ পরীক্ষা করা হবে। এই ঘটনায় হাসপাতালের কোনও গাফিলতি ছিল কি না, তা খতিয়ে দেখতে হাসপাতালের তরফে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।