Drowned: খেলতে গিয়ে আর ফেরেনি, সকালে পুকুরে ভাসছিল দুই নাবালক
Drowned: শুক্রবার থেকে নিখোঁজ দুই বালক। পরিবারের লোকজন খোঁজাখুঁজি করলেও খোঁজ মেলেনি। পরিবারের সদস্যরা জানাচ্ছেন, হাতিয়ারা পীর সাহেব মোড় এলাকাতেই বন্ধুদের সঙ্গে খেলছিল।

কলকাতা: আর পাঁচ দিনের মতো বিকালে খেলতে বের হয়েছিল। সন্ধ্যার পর আর বাড়ি ফেরেনি। পরিবারের সদস্যরা খুঁজেছিলেন। পাননি। ২৪ ঘণ্টা পর পুকুর থেকে উদ্ধার হয় ওই বালকের দেহ। ঘটনাটি ঘটেছে হাতিয়ারা মাঝের পাড়ায়। ঘটনাস্থলে খবর পেয়ে যায় ইকোপার্ক থানার পুলিশ। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, মৃতদের নাম মহম্মদ সোহেব (৭) ও আরশাদ আলি (১০)।
স্থানীয় ও পুলিশ সূত্রে খবর, শুক্রবার থেকে নিখোঁজ দুই বালক। পরিবারের লোকজন খোঁজাখুঁজি করলেও খোঁজ মেলেনি। পরিবারের সদস্যরা জানাচ্ছেন, হাতিয়ারা পীর সাহেব মোড় এলাকাতেই বন্ধুদের সঙ্গে খেলছিল। অন্যান্য দিনও খেলে। তাই পরিবারের সদস্যরা সেভাবে চিন্তা করেননি। কিন্তু সন্ধ্যার পরও বাড়ি না ফেরায় সম্ভাব্য সমস্ত জায়গায় খোঁজ করেন তাঁরা। না পেয়ে থানায় নিখোঁজ ডায়েরি করেন।
শনিবার সকালে নিউটাউনের হাতিয়ারা মাঝেরপাড়ার একটি পুকুরে দুটি দেহ ভাসতে দেখেন স্থানীয় বাসিন্দারা। খবর দেওয়া হয় ইকোপার্ক থানায়। ইকোপার্ক থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পুকুর থেকে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। কীভাবে ওই দুই বালক এর মৃত্যু হয়েছে তা তদন্ত করে দেখছে ইকোপার্ক থানার পুলিশ। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, খেলার পর পুকুরে স্নান করতে নেমেছিল দুই নাবালক, তারপর ডুবে যায়। যদিও এর পিছনে অন্য কোনও কারণ রয়েছে কিনা, তাও খতিয়ে দেখা হচ্ছে। এলাকাবাসী ও পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলছে পুলিশ।
