Health Commission: ডাক্তারবাবুকে রিপোর্ট দেখাতে গেলেও কনসালটেশন ফি? নয়া অ্যাডভাইজরি স্বাস্থ্য কমিশনের
Heath Commission: কয়েকটি কর্পোরেট হাসপাতাল নিয়ম করেছে, প্রথমবার ডাক্তার দেখানোর সাতদিনের মধ্যে রিপোর্ট দেখালে কোনও কনসালট্যান্ট ফি দিতে হবে না। কিন্ত সাতদিন পর কেবল রিপোর্ট দেখানোর জন্য এলেও, নতুন করে কনসালট্যান্ট ফি দিতে হবে।

কলকাতা: নতুন অ্যাডভাইজরি জারি করল স্বাস্থ্য কমিশন (Health Commission)। প্রথমবার চিকিৎসক দেখানোর পর, সাতদিন পরে রিপোর্ট দেখাতে গেলে ডাক্তারদের কনসালট্যান্ট ফি দিতে হত। কিন্তু এবার সেই সময়সীমা বাড়িয়ে দেওয়া হল স্বাস্থ্য কমিশনের তরফে। প্রথমবার চিকিৎসক দেখানোর পর এবার ১৫ দিনের জন্য মকুব চিকিৎসক-ফি। স্বাস্থ্য কমিশনের তরফে অ্যাডভাইজরি জারি করে একথা জানানো হয়েছে। কয়েকটি কর্পোরেট হাসপাতাল নিয়ম করেছে, প্রথমবার ডাক্তার দেখানোর সাতদিনের মধ্যে রিপোর্ট দেখালে কোনও কনসালট্যান্ট ফি দিতে হবে না। কিন্ত সাতদিন পর কেবল রিপোর্ট দেখানোর জন্য এলেও, নতুন করে কনসালট্যান্ট ফি দিতে হবে। অভিযোগ পেয়ে সেই সময়সীমা সাতদিন থেকে বাড়িয়ে ১৫ দিন করল স্বাস্থ্য কমিশন।
এই বিষয়ে স্বাস্থ্য কমিশনের চেয়ারম্যান অসীম বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, বিগত দিনে কিছু কর্পোরেট হাসপাতালের ওপিডি-তে চিকিৎসক রোগী দেখার পর যখন রিপোর্ট দেখাতে আসতে বললে বেশ কিছু ক্ষেত্রে সমস্যা সৃষ্টি হচ্ছে বলে অভিযোগ উঠেছে। আগেকার দিনে রিপোর্ট দেখাতে এলে সাধারণত কোনও অতিরিক্ত ফি নেওয়া হত না। এক্ষেত্রে কিছু কিছু কর্পোরেট হাসপাতাল নিয়ম করেছে, সাতদিনের মধ্যে রিপোর্ট নিয়ে না এলে, তাঁকে আবার নতুন করে কনসাল্টেশন ফি দিতে হচ্ছে। এমন একটি অভিযোগ এসেছিল স্বাস্থ্য কমিশনের কাছে। স্বাস্থ্য কমিশনের শুনানিতে স্থির হয়েছে, সাত দিন নয়, এক্ষেত্রে অন্তত ১৫ দিন সময় দিতে হবে। কারণ, চিকিৎসকের প্রেসক্রিপশন অনুযায়ী যদি কোনও টেস্ট করতে হয়, তার রিপোর্ট পেতে দেরি হতে পারে। সেই সব দিক বিবেচনা করা এই সময়সীমা বাড়ানোর বিষয়ে অ্যাডভাইজরি জারি করা হয়েছে।
কমিশনের তরফে অ্যাডভাইজরিতে উল্লেখ করা হয়েছে, কর্পোরেট হাসপাতালগুলিতে রিপোর্ট দেখানোর জন্য নতুন করে কনসালটেশন ফি দেওয়ার ক্ষেত্রে সাতদিনের সময়সীমা খুবই কম। সেই কারণে আউটডোর পরিষেবার ক্ষেত্রে এই সময়সীমা সাতদিন থেকে বাড়িয়ে ১৫ দিন করার কথা বলা হয়েছে স্বাস্থ্য কমিশনের তরফে।





