Health Department: ১১ হাজারের বেশি চাকরির সুযোগ স্বাস্থ্য পরিষেবায়, কোন পদে কত নিয়োগ জেনে নিন

TV9 Bangla Digital | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Apr 29, 2022 | 1:09 PM

Health Department: রাজ্যের মন্ত্রিসভার বৈঠকে আগেই নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এবার শুরু হচ্ছে নিয়োগ প্রক্রিয়া।

Health Department: ১১ হাজারের বেশি চাকরির সুযোগ স্বাস্থ্য পরিষেবায়, কোন পদে কত নিয়োগ জেনে নিন
ফাইল ছবি

Follow Us

কলকাতা : মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী এবার প্রকাশ হল নিয়োগের বিজ্ঞপ্তি। ১১ হাজারের বেশি পদে নিয়োগ করতে চলেছে রাজ্য সরকার। স্বাস্থ্য দফতরে বিভিন্ন বিভাগের শূন্যপদে এই নিয়োগ প্রক্রিয়া শুরু হচ্ছে। বৃহস্পতিবারই স্বাস্থ্য দফতরের তরফে এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী, ল্যাবকর্মী সহ একাধিক পদে হবে নিয়োগ। বৃহস্পতিবার রাজ্য স্বাস্থ্য দফতরে তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। তাতে লিখিত নির্দেশিকায় বলা হয়েছে যে, ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র এবং আরবান হেলথ সেন্টারগুলিতে চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী, ল্যাবকর্মী-সহ বিভিন্ন শূন্যপদে নিয়োগ করা হবে। তবে সব পদে স্থায়ী নিয়োগ হবে না। কিছু নিয়োগ হবে চুক্তিভিত্তিক ও কিছু পার্টটাইম।

মূলত ব্লক পাবলিক হেল্থ ইউনিট, আর্বান হেল্থ ও ওয়েলনেস সেন্টার আর আর্বান পলিক্লিনিকের জন্য এই বিপুল সংখ্যক কর্মী নিয়োগ করা হচ্ছে।

মোট ১১,৫২১ পদে হবে নিয়োগ। কোন পদে কত নিয়োগ, জেনে নিন।

১. ব্লক এপিডেমোলজিস্ট -৩৪২ জন

২. ব্লক পাবলিক হেল্থ ম্যানেজার- ৩৪২

৩. ল্যাবরেটরি টেকনিশিয়ান- ৬৮৪

৪. ব্লক ডেটা ম্যানেজার- ৩৪২

ওপরের ১৭১০ টি পদে নিয়োগ হবে চুক্তিভিত্তিক।

৫. মেডিক্যাল অফিসার- ১৪৮৭

৬. স্টাফ নার্স- ১৪৮৭

৭. কমিউনিটি হেল্থ অ্যাসিস্ট্যান্ট – ১৪৮৭

৮. ক্ল্যারিক্যাল অ্যাসিস্ট্যান্ট – ১৪৮৭

৯. ক্ল্যারিক্যাল স্টাফ- ১৪৮৭

ওপরের ৭৪৩৫ টি পদের মধ্যে ২৯৭৪ টি পদে নিয়োগ হবে আউটসোর্সিং-এর মাধ্য়মে। ৪৪৬১টি পদে নিয়োগ হবে চুক্তিভিত্তিক।

১০. মেডিসিন, শিশু ও স্ত্রী রোগ বিশেষজ্ঞ (চিকিৎসক)- ৮৯১

১১. চক্ষু বিশেষজ্ঞ (চিকিৎসক)- ২৯৭

১২. স্টাফ নার্স- ২৯৭

১৩. কাউন্সেলর- ২৯৭

১৪. ক্ল্যারিক্যাল অ্যাসিস্ট্যান্ট- ২৯৭

১৫. ক্লিনিং স্টাফ- ২৯৭

ওপরের মোট ২৩৭৬ টি পদের মধ্যে ৫৯৪ টি পদে নিয়োগ হবে চুক্তিভিত্তিক।

প্রাথমিকভাবে এক বছরের চুক্তিতে নিয়োগ করা হবে। সর্বাধিক ২০২৬ সাল পর্যন্ত চুক্তির মেয়াদ বাড়তে পারে। এরপর প্রজেক্টের মেয়াদ না বাড়লে চুক্তির মেয়াদ বাড়ার সম্ভাবনা নেই। ন্যাশনাল হেল্থ মিশন অনুযায়ী ওই কর্মীদের প্রাপ্য নির্ধারিত হবে বলে স্বাস্থ্য দফতরের তরফে জানানো হয়েছে।

উল্লেখ্য, গত ১৮ এপ্রিল মন্ত্রিসভার বৈঠকে এই নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়। স্বাস্থ্য দফতরের অধীনে চুক্তিভিত্তিক আংশিক সময়ের এবং আউটসোর্স ভিত্তিক ১১ হাজার ৫৫১ জনকে নেওয়া হবে বলে ঘোষণা করেছিলেন মন্ত্রী পার্থ চট্টোপাধ্য়ায়। শহর এবং গ্রামাঞ্চলের স্বাস্থ্য পরিষেবার উন্নতিকল্পের যে প্রকল্প তাদের নেওয়া হবে বলে জানানো হয়েছিল। তারই বিজ্ঞপ্তি প্রকাশ হল এবার।

আরও পড়ুন : Admission in College: রাজ্যে বদলে যাচ্ছে কলেজে ভর্তির নিয়ম, শীঘ্রই হতে পারে বড় ঘোষণা

Next Article