
আপনাকে হিয়ারিংয়ে ডাকতে পারে কমিশন?
আমাদের রাজ্যে শুরু হয়ে গিয়েছে এসআইআর। ৪ ডিসেম্বর পর্যন্ত চলবে এনুমারেশন। ডিসেম্বরের ৯ তারিখ প্রকাশিত হবে খসড়া ভোটার তালিকা। তারপর চলবে সেই তালিকা সংশোধন। এর মধ্যে ৯ ডিসেম্বর থেকে আগামী বছরের ৩১ জানুয়ারি পর্যন্ত হবে হিয়ারিং ও ভেরিফিকেশনের কাজ। এরপর, ৭ ফেব্রুয়ারি বেরোবে ফাইনাল লিস্ট। কিন্তু এই হিয়ারিংয়ে কারা ডাক পাবেন? কেনই বা আপনাকেও ডাকা হতে পারে হিয়ারিংয়ে?
কাদের ডাকা হতে পারে?
- ২০০২ সালের তালিকায় যাঁদের নাম নেই, তাঁরা যে তথ্য জমা দিচ্ছেন, ইআরও-এর মনে হলে তাঁদের ডেকে পাঠাতেই পারে। তখন ওই ১১টি নথির মধ্যে ১টি নথি দেখাতে হবে।
- এ ছাড়া ২০০২-এর তালিকায় যাঁদের নিজেদের নাম নেই ও পরিবারের কারও নাম নেই, তাদের হিয়ারিংয়ে ডেকে পাঠাবে কমিশন। সেখানে বৈধ ডকুমেন্ট হিসাবে আধার কার্ড ছাড়া বাকি ১১টি নথির মধ্যে ১টি বৈধ নথি দেখাতে পারলেই এসআইআরের ফাইনাল লিস্টে নাম উঠে যাবে ওই ব্যক্তির।
- এ ছাড়া কোনও বৈধ ভোটার হয়তও কোনও ভুল তথ্য দিয়ে ফেলেছেন। তাঁর দেওয়া তথ্যের সঙ্গে কমিশনের কাছে থাকা নথি মিলছে না হয়তও। ওই ব্যক্তিকেও হিয়ারিংয়ে ডেকে পাঠাতে পারে কমিশন।
- এমনকি যাঁরা ফর্ম ফিলআপের সময় গোলমাল করেছেন, তাঁদের তথ্য যদি বিএলও বুঝতে না পারেন বা কমিশন যদি বুঝতে না পারে, তাহলেও ওই ব্যক্তিদের হিয়ারিংয়ে ডেকে পাঠাতে পারে কমিশন।
অর্থাৎ, যেখানেই কোনও ভোটারকে নিয়ে কমিশনের সন্দেহ হবে, সেখানেই কিন্তু কমিশন সেই ভোটারকে ডেকে পাঠাতে পারে হিয়ারিংয়ের জন্য। আর সেখানে প্রয়োজনীয় নথি যদি তিনি দেখাতে পারেন তাহলেই মিটে গেল। এসআইআরের ফাইনাল লিস্টে নাম থাকবে আপনার।