Rain in Bengal: ফুঁসছে তিস্তা, বিধ্বস্ত উত্তর সিকিম! প্রবল বর্ষণের পূর্বাভাস উত্তরের একের পর এক জেলায়, কেমন থাকবে দক্ষিণবঙ্গ
Rain in Bengal: উত্তরের পাশাপাশি দক্ষিণবঙ্গেও রয়েছে বৃষ্টির পূর্বাভাস। তবে বৃষ্টি হলেও এবার গরম বাড়বে দক্ষিণে। এমনটাই বলছে আবহাওয়া দফতর। রবিবার থেকে ৩-৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়বে তাপমাত্রা। বাড়বে ভ্যাপসা গরমের অত্যাচারও।

কলকাতা: রবিবার সকাল পর্যন্ত উত্তরবঙ্গে জারি থাকছে কমলা সতর্কতা। উত্তরের ৫ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস। আবহাওয়া দফতর বলছে একদিনে ২০০ মিলিমিটারের বেশি বৃষ্টিও হতে পারে। বিপদ বাড়তে পারে সিকিম-ভুটানের জলে। উত্তর সিকিমেও অতিবৃষ্টি, ফুঁসছে তিস্তা। তিস্তার রোষে বিধ্বস্ত উত্তর সিকিমের চুংথাং।
উত্তরের পাশাপাশি দক্ষিণবঙ্গেও রয়েছে বৃষ্টির পূর্বাভাস। তবে বৃষ্টি হলেও এবার গরম বাড়বে দক্ষিণে। এমনটাই বলছে আবহাওয়া দফতর। রবিবার থেকে ৩-৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়বে তাপমাত্রা। বাড়বে ভ্যাপসা গরমের অত্যাচারও। আর তা ভালই মালুম হতে শুরু করেছে শনিবার মেঘ কেটে রোদ উঠতেই। এদিন শহর কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮ ডিগ্রি সেলসিয়াস। শুক্রবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ঘোরাফেরা করছে ৭৬ থেকে ৯৭ শতাংশের মধ্যে।
মোটের উপর জুন মাসের প্রথম সপ্তাহে মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই শুষ্ক আবহাওয়ার সম্ভাবনাই থাকছে।স্থানীয়ভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে কিছু কিছু জায়গায়। তবে উত্তরবঙ্গে প্রবল বৃষ্টি চলবে। প্রবল বৃষ্টির আশঙ্কা দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে। মালদহ ও দুই দিনাজপুরে বিক্ষিপ্তভাবে কয়েক জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার প্রতি ঘণ্টার গতিবেগে ঝোড়ো হাওয়াও বইতে পারে।
