AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Pankaj Dutta: প্রাক্তন আইজি পঙ্কজ দত্তের নিরাপত্তা ফেরাতে রাজ্যকে সময় বেঁধে দিল প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ

২০১১ সালে রাজ্য পুলিশের আইজি পদ থেকে অবসর নেন পঙ্কজ দত্ত। তিনি রাজ্যের তরফে যে নিরাপত্তা পেতেন, কিছুদিন আগে তা প্রত্যাহার করা হয়। এরপরই আদালতের দ্বারস্থ হন প্রাক্তন পুলিশ কর্তা পঙ্কজ দত্ত।

Pankaj Dutta: প্রাক্তন আইজি পঙ্কজ দত্তের নিরাপত্তা ফেরাতে রাজ্যকে সময় বেঁধে দিল প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ
পঙ্কজ দত্ত
| Edited By: | Updated on: May 11, 2023 | 11:56 PM
Share

কলকাতা : প্রাক্তন আইজি পঙ্কজ দত্তের নিরাপত্তা পুনর্বহাল করতে এবার রাজ্যকে সময় বেঁধে দিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। আগামী ১৫ মে-র মধ্যে অবসরপ্রাপ্ত আইপিএস পঙ্কজ দত্তের নিরাপত্তা পুনর্বহালের নির্দেশ দিল হাইকোর্টে প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চ। রাজ্যকে তাঁদের বক্তব্য জানিয়ে সিঙ্গল বেঞ্চে হলফনামা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সিঙ্গল বেঞ্চের নির্দেশে হস্তক্ষেপ করা হবে না বলেও জানিয়েছে ডিভিশন বেঞ্চ। এর আগে বিচারপতি রাজাশেখর মান্থার সিঙ্গল বেঞ্চ নির্দেশ দিয়েছিল, ওই আমলার নিরাপত্তা অবিলম্বে ফিরিয়ে দিতে হবে। সেই রায়কে চ্যালেঞ্জ করেই ডিভিশনে বেঞ্চে যায় রাজ্য।

২০১১ সালে রাজ্য পুলিশের আইজি পদ থেকে অবসর নেন পঙ্কজ দত্ত। তিনি রাজ্যের তরফে যে নিরাপত্তা পেতেন, কিছুদিন আগে তা প্রত্যাহার করা হয়। এরপরই আদালতের দ্বারস্থ হন প্রাক্তন পুলিশ কর্তা পঙ্কজ দত্ত। তাঁর বক্তব্য ছিল, তিনি বিভিন্ন সংবাদমাধ্যমে রাজ্য সরকারের বিভিন্ন নীতির সমালোচনা করেন, সে কারণেই তাঁর নিরাপত্তা সরিয়ে নেওয়া হয়েছে। পঙ্কজ দত্ত এ নিয়ে কলকাতা হাইকোর্টে যান।

আদালত নিরাপত্তা পুনর্বহালের নির্দেশ দেওয়া সত্ত্বেও তা দেওয়া হয়নি। এরপর আদালত অবমাননার অভিযোগ করেছিলেন পঙ্কজ দত্ত। বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে রাজ্য জানিয়েছিল, তারা ডিভিশন বেঞ্চে গিয়েছে। বৃহস্পতিবার ছিল সেই মামলার শুনানি।

পঙ্কজ দত্তের সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘কিছু না জানিয়ে অবৈধ ভাবে নিরাপত্তা তুলে নেওয়া হয়েছিল। পুলিশের কাছে কোনও উত্তর না পেয়ে আমি আদালতে যাই। আদালত বলা সত্ত্বেও ওরা নিরাপত্তা ফেরাল না, উল্টে ডিভিশন বেঞ্চে চলে যায়। এমন তো নয়, আমাকে একাকে নিরাপত্তা দেওয়া হচ্ছে। আজ প্রধান বিচারপতি রাজ্যের আর্জি খারিজ করে দিয়েছেন। রাজ্য সরকারের লজ্জা পাওয়া উচিত।’

উল্লেখ্য, বৃহস্পতিবারই কালিয়াগঞ্জের নাবালিকা খুনের মামলায় সিট গঠন করেছেন বিচারপতি মান্থা। সেই সিটের সদস্য হিসেবে রাখা হয়েছে পঙ্কজ দত্তের নাম।