Partha Chatterjee: সিবিআই-চাপে পার্থ চট্টোপাধ্যায়, এসএসসি মামলা নিয়ে কী বললেন মন্ত্রী?
Partha Chatterjee: স্কুল সার্ভিস কমিশন সংক্রান্ত মামলায় সিবিআই দফতরে হাজিরার নির্দেশ দেওয়া হয় পার্থ চট্টোপাধ্যায়কে। পরে সেই নির্দেশে স্থগিতাদেশ দেওয়া হয়েছে।
কলকাতা : স্কুল সার্ভিস কমিশনের মামলায় ক্রমশ অস্বস্তি বাড়ছে রাজ্য সরকারের। দীর্ঘদিন ধরে চলা এই মামলায় সম্প্রতি সরাসরি জড়িয়েছে তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের নাম। আর এবার তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়কে সিবিআই দফতরে হাজিরার নির্দেশ দিয়েছে আদালত। যদিও ডিভিশন বেঞ্চ স্থগিতাদেশ দেওয়ায় সাময়িক স্বস্তি পেয়েছেন পার্থ, তবে শাসক দলের অস্বস্তি বাড়ছে বলেই মত রাজনৈতিক মহলে। আদালতের এই নির্দেশ নিয়ে কোনও মন্তব্য করতে চাইলেন না পার্থ চট্টোপাধ্যায়। মঙ্গলবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি দাবি করলেন, এটা বিচারবিভাগীয় বিষয়, তাই তিনি কোনও মন্তব্য করবেন না।
মঙ্গলবার বালিগঞ্জ বিধানসভা কেন্দ্র ও আসানসোল লোকসভা কেন্দ্রে ছিল উপ নির্বাচন। ভোট শেষ হওয়ার পর, ভোটের সার্বিক পরিস্থিতি নিয়ে কথা বলতে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন পার্থ চট্টোপাধ্যায় ও ফিরহাদ হাকিম। আর সেখানেই এসএসসি মামলা সংক্রান্ত প্রশ্নের মুখোমুখি হন পার্থ। উত্তরে তিনি বলেন, ‘এটা বিচারবিভাগীয় বিষয়। এ ব্যাপারে আমরা কোনও মন্তব্য করব না। আইন আইনের পথে চলবে।’
অন্যদিকে, নিয়োগ দুর্নীতির মামলা নিয়ে ঘাসফুল শিবিরের অন্দরে যে দ্বন্দ্ব প্রকাশ্যে আসতে শুরু করেছে, তা নিয়ে কোনও মন্তব্য করতে চাননি পার্থ বা ফিরহাদ। সম্প্রতি কুণাল ঘোষের মন্তব্য ঘিরে বিতর্কের সূত্রপাত হয়। দুর্নীতি নিয়ে যখন পার্থ-র কোর্টে বল ঠেলে দেন কুণাল ঘোষ, তখন ফিরহাদ হাকিম পার্থ চট্টোপাধ্যায়ের পক্ষে কথাও বলেন। আর এ দিন সেই প্রসঙ্গে প্রশ্ন উঠতে ফিরহাদ হাকিম বলেন, ‘আমরা দলের শৃঙ্খলা মেনে চলি। আমরা এই তরজার মধ্যে থাকব না। দলের ফোরাম আছে, যাদের দরকার তাঁরা সেখানে কথা বলবেন। দলের অন্দরে কথা হবে, এ বিষয়ে বাইরে কোনও আলোচনা হবে না।’
উল্লেখ্য, সিবিআই এসএসসি-র দুর্নীতির মামলায় মঙ্গলবার পার্থকে সিবিআই দফতরে হাজিরার নির্দেশ দেয় হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ। সেই মতো মঙ্গলবারই তাঁর হাজিরা দেওয়ার কথা ছিল। সিঙ্গল বেঞ্চের তরফে এও বলা হয়, হাজিরা এড়াতে হাসপাতালে ভর্তি হতে পারবেন না পার্থ। পরে ওই নির্দেশকে চ্যালেঞ্জ করে মামলা হলে ডিভিশন বেঞ্চ পার্থ চট্টোপাধ্যায়ের সিবিআই হাজিরার ওপর স্থগিতাদেশ জারি করেছে। বুধবার পর্যন্ত এই স্থগিতাদেশ জারি করেছে বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চ। আগামিকাল এই মামলার শুনানি হবে। অর্থাৎ এক রাতের স্বস্তি পেয়েছেন পার্থ।
আরও পড়ুন : Partha Chatterjee: সাময়িক স্বস্তি! পার্থর CBI হাজিরায় স্থগিতাদেশ ডিভিশন বেঞ্চের