Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Partha Chatterjee: সাময়িক স্বস্তি! পার্থর CBI হাজিরায় স্থগিতাদেশ ডিভিশন বেঞ্চের

Partha Chatterjee: কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হন প্রাক্তন শিক্ষামন্ত্রী তথা তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। হাইকোর্টের ডিভিশন বেঞ্চ পার্থ বাবুর সিবিআই হাজিরার উপর স্থগিতাদেশ জারি করেছে।

Partha Chatterjee: সাময়িক স্বস্তি! পার্থর CBI হাজিরায় স্থগিতাদেশ ডিভিশন বেঞ্চের
পার্থ চট্টোপাধ্যায়
Follow Us:
| Edited By: | Updated on: Apr 12, 2022 | 5:33 PM

কলকাতা : কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) সিঙ্গল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হন প্রাক্তন শিক্ষামন্ত্রী তথা তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)। হাইকোর্টের ডিভিশন বেঞ্চ পার্থ বাবুর সিবিআই হাজিরার উপর স্থগিতাদেশ জারি করেছে। আগামিকাল (বুধবার) পর্যন্ত এই স্থগিতাদেশ জারি করেছে বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চ। আগামিকাল এই মামলার শুনানি হবে হাইকোর্টের ডিভিশন বেঞ্চে। সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চ জানিয়েছে, এই সংক্রান্ত যাবতীয় মামলা সিঙ্গেল বেঞ্চ স্থগিত রাখবে। সিবিআই-ও এই নির্দেশ মেনে চলবে।

ডিভিশন বেঞ্চ জানিয়েছে, আদালতের দুই এজলাসে একই মামলা একসঙ্গে চলতে পারে না। বুধবার সকাল পর্যন্ত এই নির্দেশ জারি থাকবে। যেহেতু সিঙ্গল বেঞ্চের দেওয়া পার্থ চট্টোপাধ্যায়ের হাজিরা সংক্রান্ত নির্দেশ দেখা হয়নি, তাই এই নিয়ে ডিভিশন বেঞ্চ কারও নাম করছে না। তবে আপাতত প্রাক্তন শিক্ষামন্ত্রীকে সিবিআই দফতরে হাজিরা দিতে হচ্ছে না। আগামিকাল সকাল সাড়ে ১০ টায় আবার এই মামলার শুনানি হবে হাইকোর্টের ডিভিশন বেঞ্চে।

উল্লেখ্য, তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের আমলে একের পর এক দুর্নীতির অভিযোগ উঠেছে। গ্রুপ ডি থেকে শুরু করে শিক্ষক নিয়োগ – বিভিন্ন ক্ষেত্রে নানা অভিযোগ প্রকাশ্যে এসেছে। আদালতে মামলা হয়েছে। এরই মধ্যে আদালত নিযুক্ত কমিটি সোমবার যে রিপোর্ট জমা দিয়েছে, তাতে নাম উল্লেখ করা হয়েছে পার্থ চট্টোপাধ্যায়ের। এরপর মঙ্গলবার নতুন করে সিঙ্গল বেঞ্চের শুনানিতে বিকেল সাড়ে পাঁচটার মধ্যে সিবিআই দফতরে হাজিরার নির্দেশ দেওয়া হয় পার্থ চট্টোপাধ্যায়কে। সিঙ্গল বেঞ্চের সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চে গিয়েছিলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী। ডিভিশন বেঞ্চের নির্দেশে সাময়িক স্বস্তি পেলেন পার্থবাবু।

সিঙ্গেল বেঞ্চের নির্দেশ আসার পরই তড়িঘড়ি ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হন পার্থ চট্টোপাধ্যায়। সিবিআই হাজিরা এড়ানোর জন্য তাঁর হাতে সময় ছিল মাত্র ১ ঘণ্টা ৪৫ মিনিট। অবশেষে বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চ সিঙ্গেল বেঞ্চের নির্দেশের উপর স্থগিতাদেশ জারি করে।

ডিভিশন বেঞ্চের এই নির্দেশ আসার পর আন্দোলনকারী SSC চাকরিপ্রার্থী চন্দন প্রধান জানিয়েছেন, “আমার রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রীকে সিবিআই ডাকছে, প্রয়োজনে গ্রেফতার করারও নির্দেশ দিচ্ছে। রাজ্যের একজন নাগরিক হিসেবে এটা আমার কাছে লজ্জার। পাশাপাশি, একজন চাকরিপ্রার্থী হিসেবে এটা আমার কাছে অত্যন্ত যন্ত্রণার। প্রায় ৩৯৩ দিন ধরে আমরা এখানে পড়ে আছি। মুখ্যমন্ত্রী প্রতিশ্রুতি দিয়ে গিয়েছিলেন। তিনি সবকিছু জেনেও মুখ বন্ধ করে রয়েছেন। তিনি কেন নীরব?”

আরও পড়ুন : Partha Chatterjee : SSKM-এ যাওয়া যাবে না, বিকেলেই পার্থকে সিবিআইয়ের কাছে হাজিরার নির্দেশ হাইকোর্টের