কলকাতা: পশ্চিমবঙ্গে দুর্গা পুজো ও লক্ষ্মীপুজোর সময় কোথায় কোথায় গণ্ডগোল হয়েছে, কী ব্যবস্থা নেওয়া হয়েছে, তার রিপোর্ট চাইল কলকাতা হাইকোর্ট। বিচারপতি এমডি শব্বর রশিদি ও বিচারপতি হীরন্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়েছে, কলকাতার পুলিশ কমিশনারকে ওই সব গণ্ডগোলের বিষয়ে রিপোর্ট দিতে হবে।
দুর্গা পূজা চলাকালীন বিভিন্ন প্যান্ডেলে গণ্ডগোল হয়েছে বলে অভিযোগ ওঠে। রাজ্যের একাধিক জেলায় একই অভিযোগ উঠেছে বলে দাবি করেন মামলাকারী। বিভিন্ন থানায় এফআইআরও দায়ের হয়েছে। পুলিশ সুপার ও সংশ্লিষ্ট পুলিশ কমিশনারের কাছেও অভিযোগ জানানো হয়েছে বলে দাবি করা হয়েছে মামলায়।
অভিযোগ জানানোর পরও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ। মামলাকারীর দাবি, পুলিশ সবকটি ঘটনায় অবগত হওয়া সত্ত্বেও কোনও পদক্ষেপ করেনি। অ্যাডভোকেট জেনারেল এই আবেদন নিয়ে প্রশ্ন তুলেছেন। এজি আরও জানিয়েছেন, কী পদক্ষেপ করা হয়েছে, এ ব্যাপারে কোনও রিপোর্ট এখনও তিনি পাননি।
এই বিষয়ে পুলিশ কমিশনার ও পুলিশ সুপারের কাছে রিপোর্ট তলব করা হয়েছে। তাঁরা রাজ্য পুলিশের ডিজি-কে রিপোর্ট দেবেন।
সব জেলার এসপি বা পুলিশ কমিশনাররা ওই দিন ঘটনায় কী অভিযোগ দায়ের করেছে, তাতে তারা কী কী পদক্ষেপ করেছে, তার রিপোর্ট দিতে হবে ডিজি-কে। ডিজি সেই রিপোর্ট খতিয়ে দেখে তার রিপোর্ট দেবেন হাইকোর্টকে। আগামী ১৪ নভেম্বর হাইকোর্টের প্রধান বিচারপতি শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চে সেই রিপোর্ট রাজ্যকে জমা দিতে হবে।