Gangasagar Mela: গঙ্গাসাগর মেলা নিয়ে নবান্নে হয়ে গেল উচ্চস্তরীয় বৈঠক, নেওয়া হল কোন কোন সিদ্ধান্ত

Nabanna: মুড়িগঙ্গা নদী পারাপার নিয়েও একাধিক সিদ্ধান্ত হয়েছে। পাশাপাশি পলি (ড্রেজিং) অপসারণের কাজও যে দ্রুত গতিতে চলছে সে কথাও উঠে আসে বৈঠকে। পরিকাঠামো গত উন্নয়নে যে কোনও ঘাটতি থাকা চলবে না তাও বৈঠকে স্পষ্টতই বলেন মুখ্যসচিব।

Gangasagar Mela: গঙ্গাসাগর মেলা নিয়ে নবান্নে হয়ে গেল উচ্চস্তরীয় বৈঠক, নেওয়া হল কোন কোন সিদ্ধান্ত
হয়ে গেল বড় বৈঠক Image Credit source: Social Media

| Edited By: জয়দীপ দাস

Nov 27, 2025 | 7:13 PM

কলকাতা: গঙ্গাসাগর মেলাকে হাইটেক করার প্রস্তুতি জোরকদমে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এদিন নবান্নে হয়ে গেল মুখ্যসচিবের উচ্চস্তরীয় বৈঠক হয়। বৈঠক যে হচ্ছে সেই খবর আগেই মিলেছিল। প্রস্তুতিও চলছিল পুরোদমে। মেলার পরিকাঠামো থেকে শুরু করে নিরাপত্তা ও প্রশাসনিক প্রস্তুতি খতিয়ে দেখতেই এই বৈঠক হতে চলেছে বলে খবর মিলছিল। শেষ পর্যন্ত বৈঠক থেকে উঠে এল আরও একাধিক আঙ্গিক। বৈঠকের রিপোর্ট দেখে আগামী সপ্তাহে মুখ্যমন্ত্রী পর্যালোচনা করবেন বলে প্রশাসনিক সূত্রের খবর।

গঙ্গাসাগর মেলাকে কেন্দ্র করে প্রতি বছরই দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রচুর পূর্ণ্যার্থী থেকে শুরু করে বহু বিদেশি পর্যটকও আসেন। সূত্রের খবর, এবার গঙ্গাসাগর মেলা প্রাঙ্গণে এয়ারপোর্ট মানের মুভিং লাইট বসানোর ভাবনাচিন্তা করা হচ্ছে। প্রযুক্তিগত পরিকাঠামো, নিরাপত্তা, নদী পারাপার, পরিবহন ও আলোকসজ্জা নিয়ে বিস্তৃত আলোচনা হয়েছে বলে সূত্রের খবর। প্রায় ৬০০ ফগ ও লেজার লাইট বসানোর বিষয়ে ভাবনা-চিন্তা করা হচ্ছে বলে জানা যাচ্ছে। 

মুড়িগঙ্গা নদী পারাপার নিয়েও একাধিক সিদ্ধান্ত হয়েছে। পাশাপাশি পলি (ড্রেজিং) অপসারণের কাজও যে দ্রুত গতিতে চলছে সে কথাও উঠে আসে বৈঠকে। পরিকাঠামো গত উন্নয়নে যে কোনও ঘাটতি থাকা চলবে না তাও বৈঠকে স্পষ্টতই বলেন মুখ্যসচিব। সড়ক, লাইটিং, ক্যাম্প, কন্ট্রোল রুম, পানীয় জল, শৌচালয়, মেডিকেল ক্যাম্প, ট্রাফিক রুট পরিকল্পনা ও নজরদারি বিভাগকে নির্দিষ্ট সময়সীমা দেওয়া হয়েছে। বৈঠকের রিপোর্ট মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে তুলে দেবেন মুখ্যসচিব মনোজ পন্থ। তারপরই তা খতিয়ে দেখবেন মমতা।