কলকাতা: প্রথমে সময় সংঘাত ঘটেছিল জয়েন্ট এন্ট্রান্সের দিন ঘোষণার পরে। এবার উচ্চ মাধ্যমিকের পরিবর্তির সময়সূচির মধ্যেই পড়ে গেল বিধানসভা উপনির্বাচন। তার সঙ্গে অনুঘটকের কাজ করেছে জয়েন্ট এন্ট্রান্সেরও দিন পরিবর্তন। এক দফা ওদলবদলের পর ফের কি বদলাতে হবে উচ্চ মাধ্যমিকের সমসূচি? প্রশ্ন থাকছে। মুখ্যসচিবের সঙ্গে নবান্নে গুরুত্বপূর্ণ বৈঠকও করেছেন শিক্ষাসচিব। ভোটের দিন বদলের আর্জিও জানানো হয়।
২ এপ্রিল থেকে ২০ এপ্রিল হবে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। প্রথম দফায় এই রুটিন ঘোষিত হয়। নতুন চমক হিসেবে ছিল হোম সেন্টারে পরীক্ষা। ৫ মাস পরে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার দিন ঘোষণা করে এনটিএম। সেখানে দেখা যায়, উচ্চ মাধ্যমিক পরীক্ষার সঙ্গে একাধিক পরীক্ষা একই দিনে পড়ে গিয়েছে। এনটিএ- এর বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে এরপর পরীক্ষার দিন বদলায় উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ।
পরিবর্তিত রুটিন অনুযায়ী, সংসদ সিদ্ধান্ত নেয়
*১৩ এপ্রিল যে যে পরীক্ষা ছিল তা হবে ১৮ এপ্রিল
*১৬ এপ্রিল যা যা পরীক্ষা ছিল তা হবে ১৩ এপ্রিল
* ১৮ এপ্রিল যা যা পরীক্ষা ছিল তা হবে ২৫ এপ্রিল
* ২০ এপ্রিল ইকনমিকস ছিল তা ২৬ এপ্রিল হবে।
এরপরও ছিল জোড়া বিপদ। নির্বাচন কমিশন ঘোষণা করে ১২ এপ্রিল উপনির্বাচন। এদিন বালিগঞ্জ ও আসানসোলে উপনির্বাচন। ১১ ও ১৩ তারিখ পরীক্ষা রয়েছে। কীভাবে পরীক্ষা হবে? সংশয়ের জায়গা তৈরি হয়। এরপরই আসে নতুন বিপদ। ফের পরীক্ষার দিন বদলায় NTA।
১৬ এপ্রিলের পরিবর্তে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা হবে ২১ এপ্রিল। নতুন এই রুটিনে ২৫ এপ্রিল পরীক্ষা পড়েছে জয়েন্ট ও উচ্চ মাধ্যমিকের। উপনির্বাচন নিয়ে কমিশনকে চিঠি লিখেছে রাজ্য। কিন্তু জয়েন্ট? তাহলে কি ফের দিনবদল? চূড়ান্ত ক্ষুব্ধ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। লাগাতার আলোচনা চলছে সরকারের সঙ্গে। নবান্নেও পৌঁছেছে আশঙ্কার কথা। সরকার কড়া অবস্থান নেবে, এটাই সূত্রের খবর।