AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Kolkata Airport: জানালায় বড়সড় ফাটল, কলকাতায় জরুরি অবতরণ হংকংগামী বিমানের

Kolkata Airport: কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দরে হংকংগামী কার্গো বিমানের জরুরি অবতরণ। জানালার উইনশিল্ডে ফাটল।

Kolkata Airport: জানালায় বড়সড় ফাটল, কলকাতায় জরুরি অবতরণ হংকংগামী বিমানের
জরুরি অবতরণ করেছে এই বিমানটি
| Edited By: | Updated on: Apr 15, 2023 | 6:38 PM
Share

কলকাতা: উড়ানের সময় সব ঠিকঠাকই ছিল। কিন্তু, খানিক পরেই জানালার কাচে ফাটল দেখতে পান পাইলট। বাড়তে থাকে উদ্বেগ। সূত্রের খবর, জেদ্দা থেকে হংকং যাচ্ছিল সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্সের কার্গো ফ্লাইট (Saudi Arabian Airlines cargo flight) এসভি ৯৭২। যে সময় পাইলট এই ফাটল দেখতে পান তখন কাছাকাছি ছিল কলকাতা বিমানবন্দর। তাই তিনি সেখানেই জরুরি অবতরণের সিদ্ধান্ত নেন তিনি। অনুমতি নেওয়ার জন্য মাঝ আকাশ থেকেই যোগাযোগ করা হয় কলকাতা বিমানবন্দর (Kolkata Airport) কর্তৃপক্ষের সঙ্গে। কথা হয় কলকাতার এয়ার ট্র্যাফিক কন্ট্রোলের সঙ্গে। 

অনুমতি মেলা মাত্রই দুপুর ১২টা নাগাদ বিমানবন্দরে জরুরি অবতরণ করে কার্গো বিমানটি। সূত্রের খবর, বিমানটি যখন বঙ্গোপসাগরের উপর দিয়ে যাচ্ছিল তখন উইন্ডশিল্ডে ফাটল দেখতে পান পাইলট। প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে, বাতাসের চাপেই এই কাণ্ড ঘটেছে। জানা গিয়েছে, কলকাতায় জরুরি অবতরণের সময় বিমানটিতে চারজন বিমানকর্মী ছিলেন। 

প্রসঙ্গত, কয়েক মাসে প্রযুক্তিগত ত্রুটির কারণে কয়েক মাস আগে কলকাতা বিমানবন্দরে জরুরি অবতরণ করে ইন্ডিগোর একটি বিমান। বিমানটিতে হাইড্রলিক সমস্যার কথা পাইলট জানান কলকাতার এয়ার ট্র্যাফিক কন্ট্রোলকে। তারপরই জরুরি ভিত্তিতে অবতরণের সিদ্ধান্ত নেওয়া হয়। অন্যদিকে কয়েকদিন আগেই আবার দিল্লি (Delhi) থেকে ডিব্রুগড়ের উদ্দেশে যাচ্ছিল একটি বিমান। কিন্তু, মাঝ রাস্তাতেই অসুস্থ হয়ে পড়েন এক বিমান কর্মী। সে কারণে সেই বিমানটিও জরুরি অবতরণ করেছিল কলকাতায়।