AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Behala Hospital: বাথরুমে ঢুকিয়ে এলোপাথাড়ি মার নার্সদের, রাতভর বেহালার হাসপাতালে তাণ্ডব কয়েক’শো দুষ্কৃতীর

Behala Hospital: অভিযোগ, রাত সাড়ে ১০টা নাগাদ প্রায় কয়েকশ দুষ্কৃতী প্রথমে ভিজিটিং গেটে ভাংচুর চালায়, পরে জরুরি বিভাগে ঢুকে কার্যত তাণ্ডব চালায়। ঘণ্টাখানেকের বেশি সময় ধরে চলে তাণ্ডব। আতঙ্কে বেড ছেড়ে পালিয়ে যান রোগী এবং রোগী পরিবারের সদস্যরা।

Behala Hospital: বাথরুমে ঢুকিয়ে এলোপাথাড়ি মার নার্সদের, রাতভর বেহালার হাসপাতালে তাণ্ডব কয়েক’শো দুষ্কৃতীর
হাসপাতালে পুলিশ Image Credit: TV 9 Bangla
| Edited By: | Updated on: Nov 23, 2024 | 10:39 AM
Share

বেহালা: রোগী মৃত্যুকে কেন্দ্র করে হাসপাতালে তাণ্ডব। জরুরি বিভাগে ভাঙচুরের অবিযোগ। নষ্ট প্রচুর ওষুধ থেকে ইনজেকশন। আহত তিনজন নার্সিং কর্মী। চাঞ্চল্যকর ঘটনা বেহালায়। শুক্রবার সন্ধ্যা সাড়ে ছ’টা নাগাদ ঠাকুরপুকুর থেকে হৃদরোগে আক্রান্ত একজন রোগীকে নিয়ে যাওয়া হয় বেহালার বিদ্যাসাগর স্টেট জেনারেল হাসপাতালে। কিন্তু, চিকিৎসা শুরু হলেও রোগীকে শেষ পর্যন্ত বাঁচানো যায়নি। রাত ন’টা নাগাদ ডেথ সার্টফিকেট দেওয়ার সময় হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে বাগবিতণ্ডা হয় রোগীর পরিবারের।

অভিযোগ, রাত সাড়ে ১০টা নাগাদ প্রায় কয়েকশ দুষ্কৃতী প্রথমে ভিজিটিং গেটে ভাংচুর চালায়, পরে জরুরি বিভাগে ঢুকে কার্যত তাণ্ডব চালায়। ঘণ্টাখানেকের বেশি সময় ধরে চলে তাণ্ডব। আতঙ্কে বেড ছেড়ে পালিয়ে যান অন্যান্য রোগী এবং রোগী পরিবারের সদস্যরা। মেল অবজার্ভেশন ওয়ার্ডে বেশ কিছু মহিলা ঢুকে যায়। একাধিক ওষুধ, ইনজেকশন নষ্ট হয়ে যায়। নার্সিং কর্মীদের মারধর করা হয় বলে অভিযোগ। তিনজন নার্সিং কর্মী আহত হয়েছেন, তাঁদের চিকিৎসা চলছে। বাথরুমেও নিয়ে গিয়ে এক নার্সকে মারা হয়য় বলে অভিযোগ। অভিযোগ, ছিঁড়ে দেওয়া হয় জামা-কাপড়। 

হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক বলছেন, গুরুতর অবস্থায় রোগীকে নিয়ে আসা হয়েছিল, আমরা খুবই অল্প সময় পেয়েছিলাম, সব রকম চেষ্টা করেছি, কিন্তু ওরা কোনোও কথা শুনতে চায়নি। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পর্ণশ্রী থানার বিশাল পুলিশ বাহিনী। পুলিশ সূত্রে খবর, বেশ কয়েকজনকে আটক করা হয়েছে। বাকিদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে।