Rinku Majumdar’s Son Death: কীভাবে মৃত্যু সৃঞ্জয়ের? কী বলছে ময়নাতদন্তের প্রাথমিক ‘রিপোর্ট’?

Rinku Majumdar's Son Death: দেহ উদ্ধার পর নিউটাউনেই এক হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল সৃঞ্জয়ের দেহ। সেখান থেকে নিয়ে যাওয়া হয় বিধাননগর মহকুমা হাসপাতালে। কিন্তু ডাক্তাররা মৃত বলে ঘোষণা করে দেন। তারপর তাঁর দেহ ময়নাতদন্তের জন্য আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়।

Rinku Majumdars Son Death: কীভাবে মৃত্যু সৃঞ্জয়ের? কী বলছে ময়নাতদন্তের প্রাথমিক ‘রিপোর্ট’?
সৃঞ্জয় দাশগুপ্ত

| Edited By: জয়দীপ দাস

May 13, 2025 | 7:49 PM

কলকাতা: খবরটা আসার পরেই মৃত্যুর কারণ নিয়ে তৈরি হয়েছিল ধোঁয়াশা। রিঙ্কু-পুত্র সৃঞ্জয় দাশগুপ্তের মৃত্যুর পিছনে কোন কারণ রয়েছে তা নিয়ে তৈরি হয়েছিল জোরদার চাপানউতোর। উঠে আসছিল নানা শারীরিক সমস্যার কথা। সৃঞ্জয়ের যে নিউরোর সমস্যা রয়েছে তা বলেছেন রিঙ্কু দেবী নিজেই। এমনকি ওষুধও চলছিল। তবে ইদানিং নিয়মিত ওষুধ খাচ্ছিলেন না। তবে পুলিশ অপেক্ষা করছিল ময়নাতদন্তের রিপোর্টের জন্য। 

দেহ উদ্ধার পর নিউটাউনেই এক হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল সৃঞ্জয়ের দেহ। সেখান থেকে নিয়ে যাওয়া হয় বিধাননগর মহকুমা হাসপাতালে। কিন্তু ডাক্তাররা মৃত বলে ঘোষণা করে দেন। তারপর তাঁর দেহ ময়নাতদন্তের জন্য আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়। মৃত্যু পিছনে শারীরিক অসুস্থতার দিকেই ইঙ্গিত করছেন চিকিৎসকেরা। ইঙ্গিত ময়নাতদন্তের প্রাথমিক পর্যবেক্ষণে। 

সূত্রের খবর, ময়নাতদন্তের প্রাথমিক পর্যবেক্ষণে চিকিৎসকদের অনুমান Acute Hamaragic Pancreatitis-এর কারণেই মৃত্যু হয়েছে সৃঞ্জয়ের। দেহে কোনওরকম ‘ফাউল প্লে’ পাওয়া যায়নি। অর্থাৎ কোনও আঘাতের চিহ্ন নেই। এমনকি ‘সুইসাইডাল’ কোনও বিষয়ও পাওয়া যায়নি বলে চিকিৎসকদের সূত্রে খবর।