CM Mamata Banerjee: এখন কেমন আছেন মমতা? চলছে RICE থেরাপি
CM Mamata Banerjee: বৃহস্পতিবার প্রায় ২ ঘণ্টা ফিজিওথেরাপি হয় মমতার। আগের থেকে ভাল আছেন তিনি। তবে ব্যথা রয়েছে পায়ে।
কলকাতা: পঞ্চায়েত ভোটের (Panchayat Election 2023) প্রচারে উত্তরবঙ্গ (North Bengal) সফরে গিয়ে দুর্যোগের কবলে পড়েছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (CM Mamata Banerjee) চপার। সেবক এয়ারবেসে জরুরি অবতরণের সময় পায়ে ও কোমরে চোট পান মমতা। তারপর থেকে বাড়িতেই রয়েছেন তিনি। এসএসকেএমের চিকিৎসকদের তত্ত্বাবধানে চলছে চিকিৎসা। যদিও আগেই চিকিৎসকেরা তাঁকে হাসপাতালে ভর্তি হওয়ার পরামর্শ দিয়েছিলেন। তবে আপাতত বাড়ি থেকেই চিকিৎসা চলছে তাঁর। এদিনও একটি মেডিকেল টিম যায় মমতার কালীঘাটের বাড়িতে। প্রায় ২ ঘণ্টা পর তাঁদের মুখ্যমন্ত্রীর বাড়ি থেকে বের হতে দেখা যায়।
চিকিৎসকেরা জানাচ্ছেন, বৃহস্পতিবার প্রায় ২ ঘণ্টা ফিজিওথেরাপি হয় মমতার। আগের থেকে ভাল আছেন তিনি। তবে ব্যথা রয়েছে পায়ে। শুক্রবারও ফের আসার কথা রয়েছে মেডিকেল টিমের। এখন চলবে ফিজিওথেরাপি। বর্তমানে চার পদ্ধতিতে চিকিৎসা হচ্ছে মুখ্যমন্ত্রীর। ফিজিক্যাল মেডিসিনের পরিভাষায় যে থেরাপির নাম RICE থেরাপি। R: REST, I: ICE PACK, C:COMPRESSION, E:ELEVATION, এই চার পদ্ধতিতেই মুখ্যমন্ত্রীকে সারিয়ে তুলতে চাইছেন চিকিৎসকেরা।
বাঁ পায়ে চোট লেগেছে মমতার। আগেই বাঁ পায়ের জন্য মমতাকে নিক্যাপ দিয়েছিলেন চিকিৎসকেরা। একইসঙ্গে ওই জায়গায় আইসপ্যাক লাগাতেও বলা হয়েছিল। নিয়ন্ত্রণ করতে হচ্ছে হাঁটাচলা। আপাতত আগামী ১৫ দিন পুরোপুরি মমতাকে পুরোপুরি বিশ্রামে থাকতে বলেছেন এসএকেএমের চিকিৎসকেরা। তবে চিকিৎসকেরা স্পষ্ট জানাচ্ছেন দ্রুত সেরে উঠছেন তিনি। কাজ দিচ্ছে তাঁদের ট্রিটমেন্টে।