Fake Job Card: বাংলায় কত ‘ফেক’ জব কার্ড? দেব-এর প্রশ্নে জানালেন সাধ্বী জ্যোতি
Fake Job Card: জাল জব কার্ড কোন রাজ্যে কত? এই প্রশ্নই করেছিলেন দেব। মঙ্গলবার উত্তরে সাধ্বী নিরঞ্জন জ্যোতি জানিয়েছেন, শেষ দুই আর্থিক বর্ষে মোট ১০ লক্ষ ৫০ হাজার ৪০১টি জাল জব কার্ড বাতিল হয়েছে।
কলকাতা: দুর্নীতি হয়েছে, এই অভিযোগ তুলেই একাধিক কেন্দ্রীয় স্কিমের টাকা আটকে দেওয়া হচ্ছে। বারবার বকেয়া টাকার দাবি নিয়ে কেন্দ্রীয় সরকারের কাছে গিয়েও কোনও লাভ হয়নি। ধরনা দিয়ে, বৈঠকে বসেও পাওনা আদায় হয়নি। কেন্দ্রের দাবি, ভুয়ো জব কার্ডধারীর সংখ্যা রাজ্যে অনেক। সেই সংখ্যা নিয়েই এবার সংসদে প্রশ্ন তুললেন তৃণমূল সাংসদ দীপক অধিকারী (দেব)। উত্তরে পুরো তালিকা দিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সাধ্বী নিরঞ্জন জ্যোতি।
জাল জব কার্ড কোন রাজ্যে কত? এই প্রশ্নই করেছিলেন দেব। মঙ্গলবার উত্তরে সাধ্বী নিরঞ্জন জ্যোতি জানিয়েছেন, শেষ দুই আর্থিক বর্ষে মোট ১০ লক্ষ ৫০ হাজার ৪০১টি জাল জব কার্ড বাতিল হয়েছে। তার মধ্যে শীর্ষে রয়েছে উত্তর প্রদেশ, যেখানে ভুয়ো জব কার্ডের সংখ্যা ৩ লক্ষ ৫৮ হাজার। মধ্যপ্রদেশে সেই সংখ্যা ১ লক্ষ ৬৮ হাজার। ওড়িশায় ১ লক্ষ ৬৫ হাজার ১৫০, বিহারে ১ লক্ষ ৭ হাজার ২৬৫, ঝাড়খণ্ডে ৯৪,২০১, রাজস্থানে ৬০,৪২৮, অসমে ১১ হাজার ১৪৪, ছত্তীসগঢ়ে ২১ হাজার ও পশ্চিমবঙ্গে ৫ হাজার ৬৫১টি ভুয়ো জব কার্ডের সন্ধান মিলেছে।
তৃণমূলের দাবি, এই রাজ্যে ভুয়ো কার্ডের সংখ্যা মাত্র ৫ হাজার। তাই কেন্দ্রীয় সরকার যা বলছে, তা আদতে কুৎসা। কেন্দ্রীয় সরকার নানাভাবে রাজ্যকে বঞ্চনা করছে বলে মন্তব্য করেছেন তৃণমূলের রাজ্য সম্পাদক কুণাল ঘোষ। তিনি বলেন, “কেন্দ্রীয় মন্ত্রীর রিপোর্টে দেখা যাচ্ছে বাংলায় স্বচ্ছতার সঙ্গে কাজ হয়েছে, আর ভুয়ো জব কার্ড সবথেকে বেশি পাওয়া গিয়েছে বিজেপি শাসিত রাজ্যে।”