Kolkata Metro: পঞ্চমীতেই ব্লু লাইনে রেকর্ড ব্রেক, কবে কত ভিড় হল মেট্রোয়

Kolkata Metro News: সোশ্যাল মিডিয়ার সুবাদে অনেকেই জানেন, ঠিক কতটা ভিড় হয়েছিল কলকাতা মেট্রোয়। অনেক স্টেশনে দরজা বন্ধ করতেই হিমশিম খেতে হয়েছে মেট্রো রেলকে। ছিল বিশেষ নিরাপত্তার ব্যবস্থাও। পুজোর কোন দিন ঠিক কত ভিড় হল, এবার সামনে এল সেই পরিসংখ্যান।

Kolkata Metro: পঞ্চমীতেই ব্লু লাইনে রেকর্ড ব্রেক, কবে কত ভিড় হল মেট্রোয়
Image Credit source: TV9 Bangla

| Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Oct 02, 2025 | 10:11 PM

কলকাতা: এবার পুজোর আগেই কলকাতা মেট্রোয় সংযোজন হয়েছে নতুন রুট। হাওড়া থেকে সোজা সেক্টর ৫ পৌঁছে যাওয়া যাচ্ছে সহজেই। মাঝে পড়ছে শিয়ালদহ, এসপ্লানেডের মতো গুরুত্বপূর্ণ স্টেশন। সহজেই লাইন বদলে উঠে পড়া যাচ্ছে ব্লু লাইনের মেট্রোয়। তাই এবার মেট্রোয় ছিল রেকর্ড ভাঙা ভিড়।

সোশ্যাল মিডিয়ার সুবাদে অনেকেই জানেন, ঠিক কতটা ভিড় হয়েছিল কলকাতা মেট্রোয়। অনেক স্টেশনে দরজা বন্ধ করতেই হিমশিম খেতে হয়েছে মেট্রো রেলকে। ছিল বিশেষ নিরাপত্তার ব্যবস্থাও। পুজোর কোন দিন ঠিক কত ভিড় হল, এবার সামনে এল সেই পরিসংখ্যান।

হিসেব বলছে, এবার পঞ্চমীতেই ব্লু লাইনে ছিল সবথেকে বেশি ভিড়। ওই দিন শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বরের লাইনে উঠেছে ৭.৪৩ লক্ষ যাত্রী, গ্রিন লাইনের যাত্রী সংখ্যা ছিল ২.২১ লক্ষ, অরেঞ্জ আর পার্পল লাইন মিলিয়ে ০.১৮ লক্ষ।

ষষ্ঠী ছিল রবিবার। স্বাভাবিকভাবেই নিত্যযাত্রীদের ভিড় ছিল না। ওই দিন ব্লু লাইনে ৬.৪৬ লক্ষ, গ্রিন লাইনে ১.৬৭ লক্ষ ও বাকি দুই লাইনে ০.২ লক্ষ যাত্রী যাতায়াত করেছেন। সপ্তমীতে ব্লু লাইনের যাত্রী সংখ্যা ছিল ৭.০২ লক্ষ, গ্রিন লাইনে ছিল ১.৭৭ লক্ষ যাত্রী। অষ্টমীতে মেট্রোর ভিড় ছিল কিছুটা কম- ব্লু লাইনে ৬.৩৭ লক্ষ ও গ্রিন লাইনে ১.৬৫ লক্ষ। নবমীতে দুটি লাইনে যথাক্রমে ৬.২৬ লক্ষ ও গ্রিন লাইনে ১.৬৯ লক্ষ যাত্রী উঠেছে।