SIR in Bengal: কত বাড়ল আনকালেক্টেড ফর্মের সংখ্যা? মৃত্যুহীন বুথ নেমে গেল সাতে

SIR News: গত চারদিনে মৃত্যুহীন ভোট কেন্দ্রের সংখ্যা ক্রমশ কমেই চলেছে। চার সংখ্যা থেকে নেমে গেল একেবারে এক সংখ্যায়। গোটা রাজ্যে মৃত্যুহীন ভোটারের সংখ্যা ২২০৮ থেকে কমে হল ৭। ১ সেপ্টেম্বর মৃত্যুহীন ভোটকেন্দ্রের সংখ্যা ছিল ২ হাজার ২০৮।

SIR in Bengal: কত বাড়ল আনকালেক্টেড ফর্মের সংখ্যা? মৃত্যুহীন বুথ নেমে গেল সাতে
নির্বাচন কমিশনImage Credit source: TV9 Bangla

| Edited By: জয়দীপ দাস

Dec 04, 2025 | 7:44 PM

কলকাতা: প্রতিদিনই প্রায় লাফিয়ে লাফিয়ে বেড়েই চলছে সংখ্যাটা। বাংলায় এসএআইআর-এ প্রায় ৫৩ লক্ষ নাম বাদ যাওয়ার সম্ভাবনা প্রবল। নির্বাচন কমিশন থেকে আসা শেষ আপডেট বলছে এখনও পর্যন্ত আনকালেক্টেড ৫২,৯৯,৬৬৩ এনুমারেশন ফর্ম। যা বুধবার পর্যন্ত কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী অনুযায়ী তা ছিল ৫০ লক্ষ। সেটাই বেড়ে গেল আরও তিন লক্ষ। মোট সংখ্যার মধ্যে মৃত ভোটারের সংখ্যা প্রায় ২৩ লক্ষ। কেন্দ্র বদল করেছেন প্রায় সাড়ে ১৮ লক্ষের বেশি ভোটার। পাশাপাশি খোঁজ মেলেনি ৯ লক্ষের বেশি ভোটারের। ডুপ্লিকেট এন্ট্রি রয়েছে এমন ভোটারের সংখ্যা ১ লক্ষ ২২ হাজার।  

অন্যদিকে গত চারদিনে মৃত্যুহীন ভোট কেন্দ্রের সংখ্যা ক্রমশ কমেই চলেছে। চার সংখ্যা থেকে নেমে গেল একেবারে এক সংখ্যায়। গোটা রাজ্যে মৃত্যুহীন ভোটারের সংখ্যা ২২০৮ থেকে কমে হল ৭। ১ সেপ্টেম্বর মৃত্যুহীন ভোটকেন্দ্রের সংখ্যা ছিল ২ হাজার ২০৮। সেটাই এখন কমে শুধু ৭। আগে শুধু দক্ষিণ ২৪ পরগনাতেই ৭৬০টি এমন মৃত্যুহীন বুথ ছিল। কিন্তু রাতারাতি সেই সংখ্যাটাই কমে গেল। জলপাইগুড়িতে এমন বুথের সংখ্যা ১, মালদহে সংখ্যাটা ২। 

সূত্রের খবর, আগে জেলাগুলি থেকে মৃত্যুহীন ভোট কেন্দ্রের রিপোর্ট এসেছিল কমিশনের কাছে। দীর্ঘ সময় ধরে তা পর্যালোচনাও হয়। তারপর ফের রিপোর্ট চায় কমিশন। ওই বুথগুলিতে কি বাস্তবিকভাবেই কারও মৃত্যু হয়নি? প্রশ্ন করে কমিশন। জানতে চাওয়া হয় ইআরও-দের কাছে। জল গড়ায় বিএলও পর্যন্ত। তা নিয়ে প্রশাসনিক মহলে চাপানউতোরও হয়েছিল। কিন্তু এখানেও উঠছে প্রশ্ন। যদি ইআরও, বা রোল অবজার্ভাররা এই বিষয়গুলি না দেখতেন, জাতীয় নির্বাচন কমিশনের নজরে না আসতো তাহলে কী হতো? গলদ থেকে যেত? ছাপ পড়তো চূড়ান্ত লিস্টে? ওয়াকিবহাল মহলের মতে, যেভাবে সংখ্যা কমছে তাতে অচিরেই সংখ্যাটা শূন্য নেমে যেতে পারে।