Nipah Virus in Bengal: জ্বর হলেই কিন্তু নিপা নয়, ঠিক কখন বুঝবেন আপনি আক্রান্ত?
Bengal Nipah Virus: তিনি বলেন, "যে সকল মানুষজন জঙ্গলের আশপাশে থাকেন। কিংবা শুকরের খামার রয়েছে এমন জায়গায় যাঁরা থাকেন তাঁদের মধ্যে কারও যদি জ্বর হয় তাহলে বুঝেই নিতে হবে নিপা হয়েছে। স্বাস্থ্য কর্মীদের তাই জেনে নিতে হবে রোগী কোন জায়গা থেকে আসছে। নিপা হলে জ্বর-সর্দি-কাশি-গা হাত পা ব্যথা ইত্যাদি হয়। ৪ থেকে ১৪ দিনের মধ্যেই ইনফেকশন মারাত্মক রূপ নেয়। এর পাশাপাশি ভুলভ্রান্তি-ভুলভাল বকা হতে পারে।"

কলকাতা: এতদিন কেরলে ছড়িয়েছিল। এবার বাংলায়। তবে এই প্রথম নয়। এর আগেও ছড়িয়েছিল। আর এবার ফের বাংলায় হানা দিল নিপা ভাইরাস। দু’জন নিপায় আক্রান্ত হওয়ার পরই নড়েচড়ে বসেছে স্বাস্থ্যদফতর। ইতিমধ্যেই নিপা নিয়ে প্রচুর প্রশ্ন ঘুরপাক খাচ্ছে মানুষের মধ্যে। কোন মাধ্যম দিয়ে ছড়াচ্ছে, জ্বর হলেই কি নিপা ? এই সব প্রশ্নেরই উত্তর দিলেন ভাইরোলজিস্ট শুভ্রজ্যোতি ভৌমিক।
কোন মাধ্যমে ছড়াচ্ছে নিপা?
ভাইরোলজিস্ট শুভ্রজ্যোতি ভৌমিক: নিপা হল ছোঁয়াছে রোগ। লালা থেকে ছড়াতে পারে। মূলত, পশু থেকে এর ভাইরাস মানুষের মধ্যে আসে। তারপর আক্রান্ত ব্যক্তির কাছ থেকে সুস্থ মানুষের দেহে ছড়িয়ে পড়ে। এবং তিনি নিপায় আক্রান্ত হন। মূলত, বাদুড় হল বাহক। ওরা ধরুন গাছের কোনও ফল খেল, হয়ত পুরটা খায় না, অর্ধেক খেল। তারপর বাদুড়ের সেই লালা অন্য ফলে লেগে যায়। আর সেই ফল এবার না ধুয়ে খেলে নিপা হতে পারে। তাই ফল খেলে ভাল করে ধুয়ে সেই ফল খাওয়া উচিত।
জ্বর হলেই কি নিপা? কীভাবে বোঝা যাবে নিপা হয়েছে?
ভাইরোলজিস্ট শুভ্রজ্যোতি ভৌমিক: যে সকল মানুষজন জঙ্গলের আশপাশে থাকেন। কিংবা শুকরের খামার রয়েছে এমন জায়গায় যাঁরা থাকেন তাঁদের মধ্যে কারও যদি জ্বর হয় তাহলে বুঝেই নিতে হবে নিপা হয়েছে। স্বাস্থ্য কর্মীদের তাই জেনে নিতে হবে রোগী কোন জায়গা থেকে আসছে। নিপা হলে জ্বর-সর্দি-কাশি-গা হাত পা ব্যথা ইত্যাদি হয়। ৪ থেকে ১৪ দিনের মধ্যেই ইনফেকশন মারাত্মক রূপ নেয়। এর পাশাপাশি ভুলভ্রান্তি-ভুলভাল বকা হতে পারে।
