Gold Smuggling: ট্রলি ব্যাগের হাতলে লুকনো সোনা, পাচারের ছক বানচাল কলকাতা বিমান বন্দরে

Gold Smuggling: ফের কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার সোনা। প্রায় ৪৫৭ দশমিক ৮৫ গ্রাম সোনা উদ্ধার করেছে শুল্ক দফতর।

Gold Smuggling: ট্রলি ব্যাগের হাতলে লুকনো সোনা, পাচারের ছক বানচাল কলকাতা বিমান বন্দরে
অভিনব কায়দায় সোনা পাচার (নিজস্ব ছবি)
Follow Us:
| Edited By: | Updated on: Mar 27, 2023 | 2:29 PM

কলকাতা: যাত্রীরা বিমান থেকে নামতেই দু’জনকে পাকড়াও করে নিয়ে গেলেন বিমানবন্দরে থাকা কর্তব্যরত আধিকারিকরা। এরপর ট্রলি ব্যাগের হাতল ঘাঁটাঘাটি করতেই উদ্ধার সোনা। যার বাজারমূল্য আনুমানিক ২৭ লাখ। রীতিমত চক্ষু চড়কগাছ হওয়ার জোগাড় তাঁদের।

ফের কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার সোনা। প্রায় ৪৫৭.৮৫ গ্রাম সোনা উদ্ধার করেছে শুল্ক দফতর। ভারতীয় মুদ্রায় যা ২৭ লক্ষ ৫১ হাজার ৬৭৯ টাকা। সূত্রের খবর, ব্যাঙ্কক থেকে কলকাতাগামী একটি বিমান কলকাতা বিমানবন্দরে অবতরণ করে। সেখানেই শুল্ক দফতরের হাতে আটক হন দুই যাত্রী। দফতরের আধিকারিকরা জিজ্ঞাসাবাদ করেন তাঁদের। পরে তল্লাশি চালিয়ে ট্রলি ব্যাগের হাতোলের ভিতরে লুকানো সোনার তার রূপোলী রঙের অবস্থায় উদ্ধার হয়। যার আনুমানিক ওজন ৪৫৭ গ্রাম। বাজার মূল্য সাড়ে ২৭ লক্ষ টাকা। পরবর্তী সময়ে শুল্ক দফতরের গোয়েন্দা শাখার আধিকারিকরা এই দুই যাত্রীকে জিজ্ঞাসাবাদ করেন। পরবর্তীতে তাঁদের ছেড়ে দেওয়া হয়।

এই প্রথম নয়, এর আগেও এই কলকাতা বিমান বন্দর থেকে সোনা উদ্ধার হয়েছে। সম্প্রতি, সোনার পেস্ট তৈরি করে টি-শার্টের কলারে লুকিয়ে নিয়ে আসা হচ্ছিল ওই সোনা। কিন্তু বিমানবন্দর থেকে বেরনোর আগেই তা উদ্ধার করলেন নেতাজি সুভাষ চন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে কর্তব্যরত শুল্ক দফতরের আধিকারিকরা। সন্দেহভাজন এক ব্যক্তিতে আটক করে তল্লাশি চালিয়ে উদ্ধার হয়েছে ৩৪৬.২২ গ্রাম সোনার পেস্ট। যার বাজারমূল্য আনুমানিক ২ লাখ টাকা। শুল্ক দফতরের আধিকারিকরা ইতিমধ্যেই সেই সোনার পেস্ট বাজেয়াপ্ত করেছেন। ওই ব্যক্তিকেও আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল বলেও খবর মিলেছে।