AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Gold Smuggling: নভেম্বরেই ঘন ঘন বিদেশযাত্রা, কলকাতায় পৌঁছতে বিমানযাত্রীদের ব্যাগ খুলতেই চক্ষু চড়কগাছ

Kolkata Airport: সব মিলিয়ে প্রায় ১ কেজিরও বেশি ওজনের সোনা উদ্ধার করা হয়েছে। সেই তালিকায় রয়েছে সোনার বিস্কুট, সোনার বার, সোনার চেন। আর এই সব নিয়ে আসা হচ্ছিল হাত ব্যাগের মধ্যে।

Gold Smuggling: নভেম্বরেই ঘন ঘন বিদেশযাত্রা, কলকাতায় পৌঁছতে বিমানযাত্রীদের ব্যাগ খুলতেই চক্ষু চড়কগাছ
প্রতীকী ছবি
| Edited By: | Updated on: Nov 20, 2022 | 9:24 PM
Share

কলকাতা: ফের বিপুল পরিমাণে সোনা উদ্ধার (Gold Smuggling) কলকাতা বিমানবন্দরে (Kolkata Airport)। হাতেনাতে পাকড়াও দুই ভারতীয়। বিমানবন্দর সূত্রে খবর, থাইল্যান্ড থেকে কলকাতাগামী একটি বিমানে শহরে এসে পৌঁছায় সুরজ সাউ ও রবি প্রসাদ সাউ নামে দুই ব্যক্তি। শুল্ক দফতরের এয়ার ইন্টেলিজেন্স ইউনিটের আধিকারিকরা সেই সময় ব়্যান্ডম তল্লাশি চালাচ্ছিলেন। আর তাতেই ওই দুই ব্যক্তির থেকে উদ্ধার হয় বিপুল পরিমাণে সোনা। প্রাথমিকভাবে সন্দেহ করা হচ্ছে, পাচারের উদ্দেশেও ওই সোনা নিয়ে আসা হচ্ছিল। সব মিলিয়ে প্রায় ১ কেজিরও বেশি ওজনের সোনা উদ্ধার করা হয়েছে। সেই তালিকায় রয়েছে সোনার বিস্কুট, সোনার বার, সোনার চেন। আর এই সব নিয়ে আসা হচ্ছিল হাত ব্যাগের মধ্যে।

বিমানবন্দর সূত্রে খবর, থাইস্মাইল উড়ান সংস্থার ডাব্লিউই ৩১৩ বিমানে ব্যাঙ্কক থেকে কলকাতায় এসেছিল ওই দুই ব্যক্তি। ওই দুই ব্যক্তির পাসপোর্ট দেখে আধিকারিকরা বুঝতে পারেন, চলতি মাসে তারা বেশ কয়েকবার বিদেশযাত্রা করেছিল। কী কারণে এত ঘন ঘন বিদেশযাত্রা? কী উদ্দেশ্য? সেই সব নিয়ে প্রশ্ন করায় কোনও সদুত্তর দিতে পারেনি সুরজ ও রবি প্রসাদ। কথাবার্তার মধ্যে একাধিক অসঙ্গতি লক্ষ্য করেন কর্তব্যরত আধিকারিকরা। এরপরই তাদের হাতব্যাগে তল্লাশি চালানো হয়। আর তাতেই চক্ষু চড়কগাছ। সুরজের হাতব্যাগের মধ্যে কার্বন জড়ানো অবস্থায় উদ্ধার হয় সাতটি সোনার বিস্কুট। ওজন প্রায় ৭০০ গ্রাম। ভারতীয় মুদ্রায় বাজারমূল্য প্রায় ৩৭ লাখ ৪৫ হাজার টাকা।

এর পাশাপাশি রবি প্রসাদ সাউয়ের হাতব্যাগ থেকেও পাওয়া যায় একটি সোনার বার। সেটির ওজন আনুমানিক ১০০ গ্রাম। এর পাশাপাশি দুটি সোনার চেনও পাওয়া যায়, যেগুলির ওজন ৪৬৭.১৯ গ্রাম। সব মিলিয়ে রবি প্রসাদের থেকে উদ্ধার হওয়া সোনার বাজার মূল্য ২৫ লাখ টাকারও বেশি। ওই দুই যাত্রীকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে এয়ার ইন্টেলিজেন্স শাখার আধিকারিকরা। এই সোনা কোথা থেকে নিয়ে আসা হচ্ছিল? কী উদ্দেশে নিয়ে আসা হচ্ছিল? সেই সব দিক খতিয়ে দেখা হচ্ছে। উদ্ধার হওয়া ওই সোনা ইতিমধ্যেই বাজেয়াপ্ত করা হয়েছে। পরে অবশ্য ওই দুই বিমানযাত্রীকে জিজ্ঞাসাবাদের পরে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।