Shamik Bhattacharya: ‘শুভেন্দু অধিকারী যা বলেছেন আমিও সে কথা বলেছি’, ‘হিন্দুত্ব’ বিতর্কে স্ট্যান্ড ক্লিয়ার করলেন শমীক

Shamik Bhattacharya: সোজা কথায় মুসলিমদের ‘আত্মসমালোচনা’ করার কথা বলছেন শমীক। ফিরে দেখতে বলছেন বিগত এক দশকে তাঁদের আর্থ সামাজিক অবস্থার দিকে? আদৌও উন্নতি হয়েছে নাকি চাকা ঘুরেছে উল্টোপথে?

Shamik Bhattacharya: ‘শুভেন্দু অধিকারী যা বলেছেন আমিও সে কথা বলেছি’, ‘হিন্দুত্ব’ বিতর্কে স্ট্যান্ড ক্লিয়ার করলেন শমীক
শুভেন্দু অধিকারী ও শমীক ভট্টাচার্যImage Credit source: Facebook

| Edited By: জয়দীপ দাস

Jul 04, 2025 | 8:22 PM

কলকাতা: হিন্দু জাগো, হিন্দু জাগো, হিন্দু, হিন্দু জাগো, বদলা আমাদের নিতেই হবে। শমীকের সভাপতিত্ব গ্রহণের মঞ্চে উঠে স্বভাবসিদ্ধ ভঙ্গিতেই হিন্দু ভোট এককাট্টা করার ডাক দিয়েছিলেন শুভেন্দু অধিকারী। আর ঠিক তারপরই মঞ্চে উঠে বঙ্গ বিজেপির নতুন রাজ্য সভাপতি শুভেন্দু অধিকারী দিয়েছিলেন বহুত্ববাদের বার্তা। কর্মসংস্থান থেকে সমাজের সর্বস্তরের উন্নতি, কথা বলেছিলেন একাধিক সমাজিক ইস্যু নিয়ে। এমনকী বামপন্থীদেরও দলীয় পতাকা ফেলে মমতা বিরোধী আন্দোলনে একযোগে হাঁটার ডাক দিয়েছিলেন। আর তাতেই উঠছে গুচ্ছ গুচ্ছ প্রশ্ন। তবে কী এবার লাইনই বদলে ফেলছে শমীকের ‘নতুন’ বিজেপি? হিন্দুত্ববাদের লাইন ছেড়ে এবার বহুত্ববাদের লাইনে হেঁটেই বাজিমাত করতে চাইছে বিজেপি? 

শমীক যদিও বলছেন, “শুভেন্দু অধিকারী যা বলেছেন আমিও কাল সে কথা বলেছি। শব্দচয়ন এবং শরীরি ভাষা একান্তই বক্তার ব্যক্তিগত। শুভেন্দু ভোট হিন্দু ভোট এককাট্টা করার কথা বলছেন, আর আমি বলছি যদি মুসলিমরা ভেবে থাকেন তাঁদের ভোট ছাড়া পশ্চিমবঙ্গে পরিবর্তন করা যাবে না, তৃণমূলের বিসর্জন হবে না, তাহলে তাঁরা ভুল ভাবছেন। আমাদের ভোট দেওয়ার দরকার নেই। তাও বিজেপি ক্ষমতায় আসবে। সেটাই শুভেন্দু বলছেন।” 

সোজা কথায় মুসলিমদের ‘আত্মসমালোচনা’ করার কথা বলছেন শমীক। ফিরে দেখতে বলছেন বিগত এক দশকে তাঁদের আর্থ সামাজিক অবস্থার দিকে? আদৌও উন্নতি হয়েছে নাকি চাকা ঘুরেছে উল্টোপথে? শমীক বলছেন, “আমি শুভেন্দুর শব্দের সঙ্গে শুধু জুড়ে বলছি আপনারা আয়নার সামনে দাঁড়িয়ে দেখুন ১৪ বছর আগে আপনারা কোথায় ছিলেন, আজ কোথায় আছেন? আপনারা গুজরাটের মুসলিমদের আর্থ সামাজিক পরিস্থিতি, আর আপনাদের অবস্থা দেখুন।”