
কলকাতা: তাঁর লড়াই জেহাদি, জঙ্গিদের বিরুদ্ধে। যারা বাংলায় বসে থেকে পাকিস্তানের পক্ষে স্লোগান দেয়, তাদের বিরুদ্ধে। কিন্তু, কোনও সম্প্রদায়ের বিরুদ্ধে নয়। একথা স্পষ্ট করে দিলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বললেন, এপিজে আব্দুল কালামকে রাষ্ট্রপতি করেছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ি।
কোনও সম্প্রদায়ের বিরুদ্ধে তাঁর লড়াই নয় জানিয়ে সোমবার সাংবাদিক বৈঠকে শুভেন্দু বলেন, “আমি মন্টু আলি শেখের বাবার হাতে ক্ষতিপূরণ তুলে দিয়ে মাতা ঝুঁকিয়ে এসেছি। আমি কখনওই এক ব্র্যাকেটে সবাইকে ফেলতে পারি না। আমাদের আদর্শ ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ি। আমি ২০০৪ সালে প্রথমবার লোকসভা নির্বাচনে লড়েছিলাম এনডিএ প্রার্থী হিসেবে। তখন বিজেপি ও তৃণমূল জোট ছিল। তখন আমি প্রত্যেক সভায় বলতাম, আমাকে জয়ী করুন। প্রধানমন্ত্রী করব অটল বিহারী বাজপেয়িকে। তিনি এপিজে আব্দুল কালামকে রাষ্ট্রপতি করেছিলেন। আমার আদর্শ নরেন্দ্র মোদীজি আরিফ মহম্মদ খানকে প্রথমে কেরল এবং পরে বিহারের রাজ্যপাল করেছেন। আপনি নিশ্চিতভাবে সমগ্র সম্প্রদায় বা কোনও একটি ধর্মকে এক ব্র্যাকেটে ফেলতে পারেন না।”
এরপরই তিনি বলেন, “আমাদের লড়াই জেহাদি, জঙ্গি, ভারত-বিরোধীদের বিরুদ্ধে। যারা মানবতার শত্রু, তারা আমাদের শত্রু। তারা কারা, তা সবাই জানে। লড়াইটা এই লোকেদের বিরুদ্ধে। যারা নদিয়ায় বসে সোশ্যাল মিডিয়ায় জঙ্গিদের ছবি দেয়, তাদের বিরুদ্ধে। যারা নদিয়ার শান্তিপুরে বসে পাকিস্তানের পক্ষে স্লোগান দেয়, লড়াইটা তাদের বিপক্ষে।” নাম না করে তৃণমূলের একাধিক নেতা-মন্ত্রীর মন্তব্যেরও সমালোচনা করেন তিনি।
এদিন সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুর্শিদাবাদ সফর নিয়েও সরব হন বিধানসভার বিরোধী দলনেতা। বলেন, “প্রকৃত হিন্দুরা কেউ তাঁর সঙ্গে দেখা করতে যাবেন না। কাল তাঁরা বাড়িতে কালো পতাকা তুলবেন।”