AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Rabindranagar: উত্তেজনার আবহেই রবীন্দ্রনগর থানার আইসি বদল, সরানো হল মহেশতলার এসডিপিও-কে

Rabindranagar: বুধবার দুই গোষ্ঠীর সংঘর্ষে তপ্ত হয়ে উঠেছিল রবীন্দ্রনগর। ইট ছোড়া হয়। বাইক পোড়ানো হয়। আক্রান্ত হন একাধিক পুলিশকর্মী। ইটের আঘাতে আহত হন এক মহিলা পুলিশকর্মীও। তারপরই বদল করা হল রবীন্দ্রনগর থানার আইসিকে।

Rabindranagar: উত্তেজনার আবহেই রবীন্দ্রনগর থানার আইসি বদল, সরানো হল মহেশতলার এসডিপিও-কে
তৃণমূলের অনুষ্ঠানে দেখা গিয়েছিল মুকুল মিয়াকে (ফাইল ফোটো)
| Edited By: | Updated on: Jun 14, 2025 | 10:58 AM
Share

সৌভিক সরকার

রবীন্দ্রনগর: তিন দিন আগেই উত্তপ্ত হয়ে উঠেছিল দক্ষিণ ২৪ পরগনার রবীন্দ্রনগরের আক্রা সন্তোষপুর এলাকা। উত্তেজনার আবহে এবার বদল করা হল রবীন্দ্রনগর থানার আইসিকে। রবীন্দ্রনগর থানার আইসি মুকুল মিয়াকে দার্জিলিংয়ের ইন্সপেক্টর অব পুলিশ করে পাঠানো হল। তাঁর জায়গায় রবীন্দ্রনগর থানার আইসি-র দায়িত্ব নিচ্ছেন মালদহের রতুয়ার সার্কেল ইন্সপেক্টর সুজন কুমার রায়।

শুধু রবীন্দ্রনগর থানার আইসি বদল নয়, মহেশতলার এসডিপিও-কেও বদল করা হল। মহেশতলার এসডিপিও কামরুজ্জামান মোল্লাকে স্টেট আর্মস পুলিশের থার্ড ব্যাটেলিয়নে পাঠানো হল। তাঁর জায়গায় মহেশতলার এসডিপিও হয়ে আসছেন সৈয়দ রেজাউল করিল। উনি রাজারহাট পুলিশ স্টেশনের আইসি ছিলেন।

বুধবার দুই গোষ্ঠীর সংঘর্ষে তপ্ত হয়ে উঠেছিল রবীন্দ্রনগর। ইট ছোড়া হয়। বাইক পোড়ানো হয়। আক্রান্ত হন একাধিক পুলিশকর্মী। ইটের আঘাতে আহত হন এক মহিলা পুলিশকর্মীও। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বুধবার বাজার চলাকালীন কয়েকশো মানুষ আসে। আর তারপর ভাঙচুর চালায়। এখনও তার ছাপ স্পষ্ট। এমনকী সিসিটিভি ক্যামেরা ভাঙা হয়েছে। লুঠ হয়েছে দোকানে। ঘটনার তদন্তে নেমে বেশ কয়েকজনকে কলকাতা পুলিশ ও রাজ্য পুলিশ গ্রেফতার করে।

মহেশতলার রবীন্দ্রনগরের এই অশান্তি নিয়ে সরব হয় বিরোধী দল বিজেপি। অশান্তির ঘটনায় কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের আর্জি জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ হন তিনি। গোটা মামলা NIA-এর হাতে হস্তান্তরের দাবিও জানান। কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করেন তিনি। মামলা দায়েরের অনুমতি দেন বিচারপতি সেন।