Murshidabad Unrest: পরিস্থিতি খারাপ হলে মুর্শিদাবাদে রাষ্ট্রপতি শাসন জারি হোক, স্বরাষ্ট্র মন্ত্রকে সুপারিশ বোসের

Murshidabad Unrest: য়েকদিন আগেই মুর্শিদাবাদ ও জঙ্গিপুরে বদলে গিয়েছে পুলিশ সুপার। এরইমধ্যে এদিনই আবার সামশেরগঞ্জ ছানার ওসি ও এক সাব-ইন্সপেক্টরকে সাসপেন্ড করা হয়েছে। এরইমধ্যে রাত পোহালেই সামশেরগঞ্জ এবং সুতিতে যাচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Murshidabad Unrest: পরিস্থিতি খারাপ হলে মুর্শিদাবাদে রাষ্ট্রপতি শাসন জারি হোক, স্বরাষ্ট্র মন্ত্রকে সুপারিশ বোসের
স্বরাষ্ট্র মন্ত্রকে রিপোর্ট বোসের Image Credit source: Facebook

| Edited By: জয়দীপ দাস

May 06, 2025 | 3:15 PM

কলকাতা: কিছুদিন আগেই উত্তপ্ত মুর্শিদাবাদে গিয়েছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। সরজমিনে ঘুরে দেখেন ক্ষতিগ্রস্ত এলাকা। কথা বলেন দুর্গতদের সঙ্গে। এবার সোজা রিপোর্ট পাঠালেন অমিত শাহরের দফতরে। সূত্রের খবর, স্বরাষ্ট্র মন্ত্রকে পাঠানো ওই রিপোর্টেই পরিস্থিতি আরও খারাপ হলে সংবিধানের ৩৫৬ অনুচ্ছেদ লাগুর সুপারিশ করা হয়েছে। একইসঙ্গে রিপোর্টের ছত্রে ছত্রে রাজ্য প্রশাসনের ব্যর্থতার কথাও তুলে ধরেছেন বোস। 

সূত্রের খবর, রিপোর্টে বলা হয়েছে ঘটনা পূর্বপরিকল্পিত। স্থানীয় প্রশাসনের ব্যর্থতার কথাও উল্লেখ করা হয়েছে। একইসঙ্গে ঘটনার নেপথ্যে রাজনৈতিকভাবে ধর্মীয় মেরুকরণের কথাও বলা হয়েছে। ধর্মীয় পরিচয়ের ক্ষেত্রে রাজনৈতিক শোষণ হয়েছে, মনে করছে রাজভবন। রাজ্যের শাসন ব্যবস্থা ভেঙে পড়লে কেন্দ্রীয় সরকারকে হস্তক্ষেপ করতে বলা হয়েছে রিপোর্টে। প্রশাসনিক ব্যর্থতর ক্ষেত্রে তদন্তের কথাও বলা হচ্ছে। পাকাপাকিভাবে বিএসএফ, সিআরপিএফ মোতায়নের কথাও বলছেন বোস। নজরদারি আরও বাড়ানোর সুপারিশ। এরইমধ্যে যদি পরিস্থিতি খারাপের দিকে যায় তাহলে আর্টিকেল ৩৫৬ লাগুর সুপারিশ করা হয়েছে রাজভবন থেকে। 

এদিকে কয়েকদিন আগেই মুর্শিদাবাদ ও জঙ্গিপুরে বদলে গিয়েছে পুলিশ সুপার। এরইমধ্যে এদিনই আবার সামশেরগঞ্জ ছানার ওসি ও এক সাব-ইন্সপেক্টরকে সাসপেন্ড করা হয়েছে। এরইমধ্যে রাত পোহালেই সামশেরগঞ্জ এবং সুতিতে যাচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার বিকালে মুর্শিদাবাদে আসার কথা তাঁর থাকবেন বহরমপুর সার্কিট হাউসে। সেখান থেকে মঙ্গলবার তাঁর সামশেরগঞ্জে গিয়ে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করার কথা রয়েছে তাঁর। সব মিলিয়ে এই মুহূর্তে জেলায় প্রশাসনিক তৎপরতা তুঙ্গে।